E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চক্রবর্তীর ছড়া

২০১৭ মে ২৮ ১৫:২৪:২৭
দীপক চক্রবর্তীর ছড়া







 

দাম কমাও

রোজা মানে সংযম
সোয়াবও নয়
কম বাজারে ঢুকলেই
বন্ধ দম।
রোজা এলে দাম বাড়ে
তেল চিনি ছোলা,
দুঃখি জন সুখি হয়
পেয়ে শুধু মূলা !
চাল চিনি আটা ডাল
বেগুন মরিচ,
হাত খানা পুড়ে যাবে
যেটাই ধরিস ।
রোজা দেয় শিয়ামের
নব নব শিক্ষা,
ভেঙ্গে দাও সিন্ডিকেট
চাইনা তো ভিক্ষা ।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test