E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চক্রবর্তী’র ছড়া

২০১৭ জুলাই ১০ ১৩:২৭:৪৬
দীপক চক্রবর্তী’র ছড়া







 

কুলুর বলদ

মনা কুলুর কানা বলদ
দিনে রাতে খাটে,
ঘানির ঘোড়া ঘাড়ে নিয়ে
চার পাশেতে হাঁটে।

হাঁটতে-হাঁটতে ক্ষনেক থেমে
আবার হাঁটা শুরু,
বয়স ভারে বুড়ো হওয়ায়
বুকটা দুরু-দুরু !

তেল না পেলে নেইতো রেহায়
খাওয়া বাদে ধাওয়া,
তাইতো বলদ চলছে খেটে
ফেলে নাওয়া-খাওয়া।

শক্ত করে বাঁধা থাকে
তারই দুটো চোখ,
তেলটা পেয়ে কুলু খুশি
বলদ ছাড়ে ঢোক ।

দিনের পরে দিন কেটে যায়
ঘোরে বারো মাস,
খাটুনী খেটে বলদ খুশি
করে বসবাস ।

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test