E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চক্রবর্তী’র ছড়া

২০১৭ আগস্ট ১৫ ১২:৩০:১৫
দীপক চক্রবর্তী’র ছড়া







 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী


তুমি চির স্মরণীয়, তুমি বরণীয়
তুমি হে- মহান,
তোমারই রক্তে গড়া এদেশ
করেছো জাতিকে দান ।

তোমারই জন্য স্বাধীনতা পেলাম
স্বাধীন হোল দেশ,
হায়নার দল বুলেটের আঘাতে
করলো জাতিকে শেষ ।

সে দিন ওই ঘাতকদের
একটুও কাপেনি কি হাত?
জাতির সাথে বেঈমানি-টা
করেছিলো পাকিস্তানের জাত।

ওরা 'মুজিব'কে মারেনি
মেরেছে বাঙ্গালী জাতিকে,
জাতির স্বত্বা করেছে ক্ষত- বিক্ষত
তাই বাঙ্গালির শির চির নত।

হে- মহান, তুমি যা কিছু চেয়েছো
চেয়েছো দেশের জন্য,
তাইতো তুমি বিশ্বের কাছে
ধন্য তুমি ধন্য।

দেশমুক্তির জন্য তুমি, করেছিলে লড়াই
হয়েছিলে স্বাধীনতার কাঙ্গালি,
তাইতো তুমি হে- মহান মুজিব
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test