E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

২০১৭ নভেম্বর ১৬ ১৭:০৪:১১
ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এএসএম হাফিজুর রহমান রিয়েল, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শাহ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব ও সাপ্তাহিক দেশ মা পত্রিকার প্রকাশক বিশিষ্ট শিল্পপতি রাজু কুমার গুপ্তা।

এ ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, শিক্ষাবিদ শিব নারায়ণ গুপ্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মরহুম আতাউল্লাহ আনসারী ছোটভাই জাফর উল্লাহ আনসারী, আমান উল্লাহ আনসারী, ভাগিনা এএফএম খালিদ বিন মোজাহার ফয়সাল, ভাতিজি জীনাত আরা জেমী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেন্দ্র প্রসাদ শর্মা সম্ভু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোর্শেদ মানিক, নিউজ ডাইরী বিডি ডট কম সম্পাদক মাহামুদুল হক মানিক, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক এনজিও কো-অর্ডিনেশন ফোরামের সভাপতি এমএ কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক বর্তমান প্রতিনিধি প্রভাষক রীতা গুপ্তা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রজব আলী, টিটিনিউজ ডট কম সম্পাদক আনোয়ার সাহাদত, দৈনিক মায়ের আঁচল প্রতিনিধি পরেশ গুপ্ত, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি রাকিব হাসান জনি, সাপ্তাহিক দেশ মা প্রতিবেদক বিকাশ গুপ্ত, শহিদুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি প্লাবন শুভ প্রমুখ।

সভার শুরুতে মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র আত্মার মাগফেরাত কামনা করে প্রভাষক মো. আজিজুল হক সরকারের পরিচালনায় দোয়া মাহফিলসহ এক মিনিটি নিরবতা পালন করা হয়। স্মরণ সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের শ্রেণি ও পেশার সুধিজন অংশ নেন।

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test