E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক নির্যাতনে শীর্ষে সোমালিয়া, দশম বাংলাদেশ

২০১৭ ডিসেম্বর ০৬ ১৫:৫৫:৩৬
সাংবাদিক নির্যাতনে শীর্ষে সোমালিয়া, দশম বাংলাদেশ

নিউজ ডেস্ক : সাংবাদিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশ দশম। টানা তৃতীয়বারের মতো শীর্ষ স্থান দখল করেছে সোমালিয়া। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) প্রতিবেদন অনুসারে সোমালিয়ার সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার ঘটনা ঘটে চলেছে। এ প্রতিবেদনে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার টেনথ অ্যানুয়াল ইমপিউনিটি ইনডেক্স প্রকাশ করে সিপিজে। এতে বলা হয় দীর্ঘ দিন ধরে গৃহযুদ্ধ কবলিত সোমালিয়ায় গত এক দশকে দুই ডজন সাংবাদিক হত্যা করা হয়েছে।

সিপিজের প্রতিবেদন অনুসারে, ৬ বছরের গৃহযুদ্ধে সিরিয়া সাংবাদিক নির্যাতনে দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইরাক। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ সুদান এবং পঞ্চম স্থানে ফিলিইপাইন। প্রতিবেদনে ষষ্ঠ স্থানে মেক্সিকো, সপ্তম পাকিস্তান, অষ্টম ব্রাজিল, নবম রাশিয়া, এগারোতম নাইজেরিয়া ও বারোতম স্থানে রয়েছে ভারতের নাম। সিপিজের প্রতিবেদনে গত কয়েক বছর আফগানিস্তানের নাম প্রথমদিকে থাকলেও এবার দেশটির নাম নেই।

সিপিজে জানিয়েছে, দেশটিতে সাংবাদিক হত্যার পরিমাণ কমেছে। এদিকে, ইউনেস্কো জানিয়েছে, সাংবাদিক হত্যার ঘটনায় ৯০ শতাংশ ক্ষেত্রে অপরাধীর বিচার হয় না। ২০১৭ সালে বিভিন্ন সদস্য রাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এই দাবি করেছে ইউনেস্কো। সংস্থাটি সাংবাদিক হত্যায় দায়মুক্তি বাতিল ও সংবাদমাধ্যমকে আক্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৯৩০ জন সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে সংস্থাটি।

এর মধ্যে ২০১৬ সালেই ১০২ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। ২০১৬ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ৯৪ শতাংশ ছিলেন স্থানীয় সাংবাদিক। আর এসব হত্যাকাণ্ডের অর্ধেক সংঘটিত হয়েছে এমন সব দেশে যেগুলো সশস্ত্র সংঘাত চলছে না।

(ওএস/এসপি/ ডিসেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test