E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি উদযাপিত

২০১৮ জানুয়ারি ১৮ ১৬:৪৮:২৫
সিরাজগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি উদযাপিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৫ম বর্ষ পূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল সাওয়াখাত এইচ. মেমোরিয়াল হাসপাতাল লিমিটেড চত্তেরে এশিয়ান টেলিভিশন সিরাজগঞ্জ অফিস কার্যালয়ের সামনে  বর্ষপূর্তির আয়েজন করা হয়। 

সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোটার হিরক গুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ইফতেখার উদ্দিন শামীম ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম, র‌্যাব-১২ এএসপি থোয়াইঅং প্রু-মারমা, উল্লাপাড়া উপজেলার র্নিবাহী অফিসার আরিফুজ্জামান, উল্লাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামন, উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রকৌশলী নজরুল ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিদ্দিরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও হোটেল ৭১ চেয়াম্যান আব্দুল মতিন প্রধান, সমাজ সেবক সেলিম রেজা, সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো: কোরবান আলী, তাড়াশ রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি এম মামুন হোসাইন,সভাপতি মির্জা ফারুক, উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক সোহেল রানা, ইনডেপেন্টট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলিপ দৌড়, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, ডেইলি অবজারবার জেলা প্রতিনিধি অশোক ব্যার্নাজি, সলঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলী জয়।

সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের যগ্ন-সম্পাদক ও আর টিভির স্টাফ রিপোটার সুকান্ত সেন পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রির্পোটার সিরাজগঞ্জ জিন্নাহ ফারুক । বর্ষপূতি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় । র‌্যালীটি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদিক্ষ করে। আলোচনা সভা শেষে বর্ষপূর্তি উপলক্ষে ৭০ পাউন্ড ওজনের একটি বিশেষ কেক কাটা হয়। ।

(এমএসএম/এসপি/জানুয়ারি ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test