E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনিস আলমগীরের ফেসবুক পোস্ট তদন্ত করবে সাইবার ক্রাইম

২০১৮ জানুয়ারি ২৭ ১৯:০৬:০৪
আনিস আলমগীরের ফেসবুক পোস্ট তদন্ত করবে সাইবার ক্রাইম

স্টাফ রিপোর্টার : ফেসবুকে সরস্বতী দেবীকে নিয়ে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেয়ার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জিডিটি তদন্তের জন্য পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম (সোশ্যাল মিডিয়া মনিটরিং) বিভাগে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে কটূক্তির অভিযোগের সত্যতা মিললে একে মামলা হিসেবে গ্রহণ করবে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় জিডি করা হয়। জিডি কছেন রমনা কালী মন্দিরের একজন ব্যক্তি।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২২ জানুয়ারি রাত ৩টা ৩২ মিনিটে আনিস আলমগীর সরস্বতী দেবীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন। এরপর তিনি ভুল স্বীকার না করে একের পর এক সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিতে থাকেন।

জিডিতে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন করেন ওই ব্যক্তি।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, জিডিটি এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। সাইবার ক্রাইম এটি তদন্ত করছে। তাদের তদন্ত দেখে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতা করছেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test