E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় সাংবাদিককে মারধর, মোটরবাইক গুড়িয়ে দেয়ার গুমকি

২০১৮ ফেব্রুয়ারি ০৩ ১৫:০৪:৫৫
পাথরঘাটায় সাংবাদিককে মারধর, মোটরবাইক গুড়িয়ে দেয়ার গুমকি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটায়  ১ মাদকসেবী  হকার ভোরের কাগজ ও উত্তারাধিকার ৭১ নিউজের  প্রতিনিধি অমল তালুকদারকে  পথরোধ করে  প্রকাশ্যে  মারধর করা এবং মোটরবাইক গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় প্রেসক্লাবে জরুরী সভা ডাকা হয়। প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত জরুরী  সভায়  সকল সাংবদিকরা ওই মাদকসেবী হকার ফিরোজের দৃষ্টান্তমুলক বিচার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

শুক্রবার দুপুর সারে ১২টার দিকে উপজেলা আ.লীগ কার্যালয় সংলগ্ন রাস্তায় এঘটনা ঘটে। বিকালে সাংবাদিক অমল তালুকদার জীবনের নিরাপত্তার জন্যে পাথরঘাটা থানায় একটি জিডি করেছেন।

জানা গেছে,পৌরশহরের ৭নং ওয়ার্ডের আবুল কাশেম ঢালীর ছেলে ফিরোজ বরিশালের দু’টি এজেন্সী থেকে পাথরঘাটায় পত্রিকা সরবরাহ করে আসছে। মাদকের নেশায় জড়িয়ে পরায় প্রায়-ই পাথরঘাটায় পত্রিকা সরবরাহ বন্ধ,আজকের পত্রিকা আগামীকাল, অথবা গভীর রাতে সরবরাহ সহ নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ।

এ অবস্থায় সাংবাদিক অমল তালুকদার প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের অনুমতিক্রমে ২৮ জানুয়ারি থেকে তালুকদার নিউজ এজেন্সীর নামে বেলা সারে ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা থেকে পাথরঘাটায় (প্রথম আলো) একটি জাতীয় দৈনিকের এজেন্ট হওয়ার মধ্য দিয়ে ব্যবসা আরম্ভ করেন। ঘটনায় ক্ষুব্ধ হন ফিরোজ ও তার বড় ভাই হাচান। তাই প্রথমে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে টমটম (মাল বহনকারী গাড়ি) চালক হাচান সাংবাদিক অমলের বাসার সামনে গিয়ে হুমকি দেয়।

হাচান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে অনেকেই চেষ্টা করেছে ব্যবসা করার কেউ টিকতে পারেনি। ব্যবসায় যে টাকা লগ্নি করেছে অমল তাও আর ফেরৎ পাবেনা এবং তার ব্যবসা বন্ধ করে দিয়ে ফের পাথরঘাটার মানুষদের ১দিন পর সন্ধ্যায় পত্রিকা পরিয়ে ছাড়বে বলেও হাচান ধৃষ্টতা দেখায়। এর পরেরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে সমকাল প্রতিনিধি ইমাম হোসেন ও প্রথম আলো প্রতিনিধি আমিন সোহেলের উপস্থিতিতে সাংবাদিক অমল তালুকদারকে ভোরের কাগজ বন্ধ করে তার মোটরবাইকটি লাঠিপেটা করে গুড়িয়ে দেয়ার হুমকি দেয়।

এসময় সে আরও বলে ’আপনি আমার গ্রাহকের কাছে গেলে আপনাকে (থাব্ড়ামু!)চর-থাপ্পড় মারা সহ পথেঘাটে লাঞ্চিত করার হুমকি প্রদর্শন করে। ফিরোজ কোথাথেকে এই হুমকি দেয়ার সাহস পেলো জানেনা স্থানীয় সাংবাদিকরাও। তবে সে আরটিভি ও আমাদের সময় প্রতিনিধি ফেরদৌস খান ইমনের কাছে স্বীকার করেছে যে বরিশালের কোনো এক পত্রিকা এজেন্ট তাকে মদদ যোগাচ্ছে।

ওই মদদদাতা ফিরোজকে বলেছে সাংবাদিক অমল কে মারধর করে ওই দৃশ্য ছবি তুলে পাঠাতে। ফিরোজ’র পিতা সাতক্ষিারা জেলার বসিন্ধা হয়েও পাথরঘাটার স্থানীয় একজন সাংবদিককে মারধরের হুমকি দেয়ায় প্রেসক্লাব জরুরী সভা ডেকে ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে ফিরোজকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি জানানো হয় জরুরী সভায়।

বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক জাফর ইকবাল,সাবেক সভাপতি চৌধুরী মোঃ ফারুক, সাবেক সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পদক শফিকুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খোকন কর্মকার ও সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সহ সকল সদস্যবৃন্দ।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test