E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিরামপুর প্রেসক্লাব

সভাপতি আকরাম, সম্পাদক মাহমুদুল 

২০১৮ মার্চ ০৩ ১৮:০৩:১৯
সভাপতি আকরাম, সম্পাদক মাহমুদুল 

দিনাজপুর দক্ষিনাঞ্চল প্রতিনিধি : দীর্ঘ ৯ বৎসর পর ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাবের নির্বাচনের মাধ্যমে
নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিরামপুর প্রেসক্লাব চত্ত্বরে নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক সিনিয়র সাংবাদিক আবু তাহেরের নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে সাংবাদিকদের মনোনয়নপত্র গ্রহণ করেন। ঐদিন বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বিকেল ৫ ঘটিকায় আলহাজ্ব শামসুজ্জামান তপনের দায়িত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মহোনা টিভি’র প্রতিনিধি আকরাম হোসেন সাধারন সম্পাদক পদে দিনকালের প্রতিনিধি মাহমুদুল হক নির্বাচিত হন।

এছাড়াও অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ সভাপতি ডাঃ নুরুল হক (সংগ্রাম), সহ সভাপতি হাফিজ উদ্দিন সরকার (আজকের প্রতিভা), সহ সভাপতি প্রভাষক মশিহুর রহমান (যুগান্তর), সহ সভাপতি জালাল উদ্দিন রুমী (যায়যায় দিন), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (মাই টিভি), সহ সাধারন সম্পাদক শাহিনুর আলম (বিজয় টিভি), সহ সাধারন সম্পাদক আবু তাহের (আজকের প্রতিভা), সহ সাধারণ সম্পাদক রায়হান কবির চপল (প্রভাতির খবর), সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এবিএম মুসা (মানব জমিন), অর্থ সম্পাদক মিজানুর রহমান (বাংলাদেশ সময়), দপ্তর সম্পাদক সেকেন্দার আলী (জনমত), প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম তানিম (মুক্ত খবর), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সামিউল ইসলাম (আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মাসুদ রানা (স্টার নিউজ), কার্যকরী সদস্য ড. নুরুল ইসলাম (নয়া দিগন্ত), ড. এনামুল হক (সাতমাথা), এএসএম আলমগীর (প্রথম আলো), আব্দুল কুদ্দুস (সমকাল), আজহার ইমাম (আমাদের সময়), মাহবুর রহমান (খোলা কাগজ), এএসএম খালেকুজ্জামান (উত্তর বঙ্গ), একলাছুর রহমান (আজকের প্রত্যাশা)। নির্বাচন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন বিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ একেএম শাহাজাহান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সেক্রেটারী জাহিদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

(এমএইচএম/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test