E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক শাহ্ আলম শাহীকে সংবর্ধনা

২০১৮ মার্চ ০৯ ১৫:৫৯:০৮
সাংবাদিক শাহ্ আলম শাহীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সাংবাদিক শাহ্ আলম শাহী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র আঞ্চলিক সমন্বয়কারী নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের মাসুম খাওয়া-দাওয়া হোটেলে সাংবাদিক শাহী’কে এ সংবর্ধনা দিয়েছে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ দিনাজপুর জেলা কমিটি।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক পথচলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আওয়ামীলীগ নেতা এ.কে.এম. মোস্তাফিজুর রহমান বাবু।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ দিনাজপুর জেলা কমিটি’র সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউকে বাংলা গ্রুপে’র চেয়ারম্যান সাজ্জাদ চৌধূরী ও বিশিষ্ট নাট্যকার ও পরিচালক রতন কর্মকার।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ দিনাজপুর জেলা কমিটি’র সহ-সভাপতি একরামুল হক চঞ্চলের প্রাণবন্ত সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র আঞ্চলিক সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক শাহ্ আলম শাহী, অনুষ্ঠানের প্রধান অতিথি সাপ্তাহিক পথচলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আওয়ামীলীগ নেতা এ.কে.এম. মোস্তাফিজুর রহমান বাবু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক বিএমএসএফ’র নির্বাহী সদস্য নূরুল হুদা দুলাল, বৈকালী নাট্য গোষ্টি’র সহ-সভাপতি বিএমএসএফ’র নির্বাহী সদস্য এ.কে, এম সফিউদ্দিন আহমেদ, বিএমএসএফ’র সহ-সভাপতি মনসুর রহমান, বিএমএসএফ দিনাজপুর জেলা কমিটি’র যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার,কোষাধ্যক্ষ কুরবান আলী, প্রচার সম্পাদক লিটন হোসেন আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান মিজান, নির্বাহী সদস্য ওয়াহেদুর রহমান, এম,এ রেজা (মাষ্টার), দৈনিক বিশ্ব মানচিত্রের স্টাফ রিপোর্টার মাহবাধিকার কর্মী মো.আজাহার আলী, চ্যানেল আই’র স্টাফ ক্যামেরা পার্সন আরমান হোসেন বরকতসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে বিএমএসএফ’র আঞ্চলিক সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক শাহ্ আলম শাহী, অনুষ্ঠানের প্রধান অতিথি সাপ্তাহিক পথচলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আওয়ামীলীগ নেতা এ.কে.এম. মোস্তাফিজুর রহমান বাবু, বিশেষ অতিথি ছিলেন, ইউকে বাংলা গ্রুপে’র চেয়ারম্যান সাজ্জাদ চৌধূরী ও বিশিষ্ট নাট্যকার ও পরিচালক রতন কর্মকারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় নৈশ্য ভোজ।

(এসএএস/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test