E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে সাংবাদিক নির্যাতন 

দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সংবাদকর্মীদের আন্দোলন

২০১৮ মার্চ ১৫ ১৮:১৫:২৭
দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সংবাদকর্মীদের আন্দোলন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগর ডিবি পুলিশের কতিপয় সদস্যর হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্ত ডিবি পুলিশের সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিসহ চাকুরিচ্যুত না হওয়া পর্যন্ত বরিশালে সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের সাংবাদিক সমাজ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা এগারোটায় নগরীতে বিক্ষোভ মিছিল শেষে অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা এ ঘোষণা করেন।

বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের আয়োজনে সমাবেশে এ্যাসোসিয়েশনের সভাপতি হুমাউন কবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযুক্ত মহানগর ডিবি পুলিশের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক বিধান সরকার, মুরাদ আহমেদ, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, কাজী মিরাজ মাহমুদ, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজল ঘোষ, রাহাত খান, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর, বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ।

মানববন্ধন কর্মসূচী চলাকালীন ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ায় বরিশালে কর্মরত ফটো সাংবাদিকরা সড়কে তাদের ক্যামেরা রেখে প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, একটি অভিযানের তথ্য চাওয়ার অভিযোগে গত মঙ্গলবার বেসরকারী টেলিভিশন ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে প্রকাশ্যে হাতে হান্ডকাফ পরিয়ে মহানগর ডিবি পুলিশের ৮/৯ জন সদস্যরা অমানুষিক নির্যাতন করে।

ওই ঘটনায় নির্যাতনকারী মহানগর ডিবি পুলিশের কনস্টবল মাসুদুল হককে বুধবার রাতে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক।

এর আগে সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনকারী ডিবি পুলিশের এসআই আবুল বাশারসহ ওই টিমের আট সদস্যকে ক্লোজড করা হয়েছে। অপরদিকে নির্যাতনের ঘটনায় গঠিত সহকারী কমিশনার রুনা লায়লাকে প্রধান করে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বিএমপি কমিশনার।

(টিবি/এসপি/মার্চ ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test