E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেপালে নিহত সাংবাদিক আহমেদ ফয়সালের নামে পদক প্রবর্তন

২০১৮ মার্চ ২৩ ১৮:২৫:৫১
নেপালে নিহত সাংবাদিক আহমেদ ফয়সালের নামে পদক প্রবর্তন

স্টাফ রিপোর্টার : কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক আহমেদ ফয়সালের নামে প্রতিবছর পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে শরীয়তপুর সাংবাদিক সমিতি-ঢাকা। সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হবে।

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র সদস্য ও বৈশাখী টেলিভিশনের রিপোর্টার আহমেদ ফয়সালসহ ওই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রতিবছর এই পুরষ্কার প্রদানের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাজু আলীম।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার উদ্যোগে আয়োজিত শোক সভার শুরুতে নিহতদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে শোক সভায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি ষ্পিকার কর্নেল (অব.) শওকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, রোকেয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী মাজেদা শওকত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং ঢাকা রিপোটার্স ইউনিটি’র সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ ফয়সাল আহমেদের স্মরণে বক্তব্য দেন।

বক্তারা ইউএস বাংলা কাঠমান্ডু ট্রাজেডিতে নিহত আহমেদ ফয়সাল এর রুহের শান্তি কামনা করে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test