E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক নাজমুল হুদা

২০১৮ এপ্রিল ১৪ ১৭:২৭:৫১
চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক নাজমুল হুদা

নওগাঁ প্রতিনিধি : সকল সহকর্মী ও স্বজনদের কাঁদিয়ে চিরনিদ্রায শায়িত হলেন ঢাকা-বাংলা চ্যানেলের (ডিবিসি) নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক নাজমূল হুদা (৪০)। 

শনিবার সকাল ১০ টায় নওগাঁ শহরের খাস নওগাঁ ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাযা এবং পরে তার লাশ নেয়া হয় তার গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার সরিশপুর গ্রামে। সেখানে বেলা ১টায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তার জানাজায় প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

শুক্রবার সকাল ১০টায় নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে একটি র‌্যালী বের করে। সেই র‌্যালির নিউজ কাভারেজ করার জন্য ফুটেজ সংগ্রহ করছিলেন সাংবাদিক নাজমুল হুদা। সকাল অনুমান সাড়ে ১০টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় আড়াই ঘন্টা চিকিৎসা প্রদানের পর চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন। সেই অনুযায়ী তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা অনুমান পৌনে ৩টায় তিনি মারা যান।

তিনি পিতা-মাতা, ৩ ভাই, স্ত্রী, দুই কন্যাসহ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত পরিশ্রমী ও নিষ্ঠাবান এই সাংবাদিকের অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নওগাঁ শহরে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকেলে মরদেহ নওগাঁয় আনা হলে নওগাঁয় কর্মরত সাংবাদিকরা ছাড়াও সেখানে ছুটে যান নানা শ্রেনী পেশার মানুষ। এসময় মরহুমের স্বজনদের সমবেদনা জানানো হয়। রাত ৮ টায় মরদেহ নওগাঁ জেলা প্রেস ক্লাবে নেয়া হয়। সেখানে সাংবাদিকরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং এক মিনিট নিরবতা পালন করে এবং তার আত্মার মাফফেরাত কামনায় মোনাজাত করেন।

এদিকে নওগাঁর সাংবাদিকরা তাঁর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্ত্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন। তাঁকে হাসপাতালে ভর্তির পর পরই প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরাকে মোবাইল ফোনে জরুরী ভিত্তিতে একজন কার্ডিওলজিষ্টকে হাসাপাতলে প্রেরণের অনুরোধ করেন। কিন্তু দু’ঘন্টা অতিবাহিত হলেও কোন বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠানো হয়নি।

অন্যত্র স্তানান্তরের কোন পরামর্শ না দিয়ে দুই ঘন্টারও বেশী সময় ধরে একজন সাধারণ মেডিক্যাল অফিসার চিকিৎসা প্রদান করেন। দ্রুত স্থানান্তর না করে এখানে চিকিসার নামে সময় ক্ষেপন করা হয়েছে বলে প্রেসক্লাব ক্ষোভ প্রকাশ করেছে। শুধু তাই নয়, সাধারন কোন দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ রয়েছে।

এদিকে সাংবাদিক নাজমূলের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেস ক্লাব তিন দিন শোক পালন ও কালোব্যাচ ধারনের কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে সকলের জন্য উন্মুক্ত একটি শোক বই খোলা হয়েছে।

(বিএম/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test