E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনলাইন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

২০১৪ জুলাই ১২ ০৪:১৬:২০
অনলাইন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার : অনলাইন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম নামে সাংবাদিকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশের পর ২৩/২ তোপখানা রোড সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে এক যৌথ সভায় এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার মো. আবু সাঈদকে আহ্বায়ক ও বাংলামেইল২৪ডটকম’র স্টাফ করেসপন্ডেট সমীরণ রায়কে সদস্য সচিব এবং শীর্ষ নিউজ’র স্টাফ রিপোর্টার সৈয়দ সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটি ২৮ সদস্য নিয়ে আত্মপ্রকাশ করেছে। সদস্যরা হলেন- বাংলানিউজ২৪ডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট জাহাঙ্গীর, সালাউদ্দিন জসিম, বাংলামেইল২৪ডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম রাফি, খালিদ হোসেন, আকবর চৌধুরী, আদিত্য রিমন, মোস্তফা ইমরুল কায়েস, নতুন বার্তাডটকমের স্টাফ রিপোর্টার নিয়াজ মাখদুম, আরটিএনএন’র স্টাফ রিপোর্টার আব্দুল আলীম, সামসুজ্জামান নাঈম, ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার তানিম নাজমুল, শীর্ষ নিউজ’র স্টাফ রিপোর্টার এম সাইফুল ইসলাম, শিমুল বারী, পরিবর্তন’র স্টাফ রিপোর্টার হুময়ুন কবির, টাইম নিউজ’র বিডি.কম’র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক তুহিন, মাসউদুর রহমান, এটিএন টাইমস’র স্টাফ রিপোর্টার বশির হোসেন, রাকিব উজ্জামান, দ্যা রিপোর্ট’র স্টাফ রিপোর্টার বাহরাম খান স্মরণ, আমান উল্লাহ, সাগর আনোয়ার, জাস্ট নিউজ’র স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, ফাস্ট নিউজ’র স্টাফ রিপোর্টার আতাউর রহমান, প্রাইম নিউজডটকম’র স্টাফ রিপোর্টার রাজিব, বিসিসি নিউজ’র স্টাফ রিপোর্টার আরিফুর রাজু, জনতার নিউজ ডটকম’র স্টাফ রিপোর্টার জুবাইর আহমেদ।

(ওএস/এস/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test