Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সিরাজগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

২০১৮ জুন ০৬ ২২:৫২:৫৮
সিরাজগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : দৈনিক যায়যায়দিন এর এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পর্দাপন উপলক্ষে সিরাজগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যায়যায়দিন এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচএম মোকাদ্দেস এর আয়োজনে বুধবার বিকেলে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের ডাব-ুউ এফ রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, দৈনিক প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস,দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, ডেইলী নিউ নেশন এর স্টাফরিপোর্টার সেলিম রেজা,এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, আর টিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, চ্যালেন টুয়েন্টিফোরের স্টাফরিপোর্টার হীরকগুন, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসান, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দৈনিক ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচএম আলমগীর কবির, ডেইলী ইন্ডিপেন্ডেন্ট ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, সাংবাদিক শিফাত আহমেদ খান, দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি এম.এ মালেক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্ট্র মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

(এমএএম/এসপি/জুন ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test