E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিটিআরসি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের নির্দেশ

২০১৮ জুন ১৮ ২২:০৬:৪০
বিটিআরসি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের প্রথম এই অনলাইন নিউজ পোর্টাল।

বিটিআরসি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের নির্দেশ

এক প্রতিবেদনে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, “বিটিআরসি থেকে সোমবার বিকালে এই নির্দেশ দেওয়া হয় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে।”

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ইমেইলে এই নির্দেশ দেওয়া হয় জানিয়ে গণমাধ্যমটি জানায়, এতে কোনো কারণ বলা হয়নি।

ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেওয়া হয়।

“তাতে https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে।”

এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর। সরকারি কোনো ভাষ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

(ওএস/পিএস/জুন ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test