E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনলাইন পোর্টাল পটিয়ানিউজ২৪.কম’এর যাত্রা শুরু

২০১৪ জুলাই ১৩ ১২:১১:৩৮
অনলাইন পোর্টাল পটিয়ানিউজ২৪.কম’এর যাত্রা শুরু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এম সালাম বলেন, বর্তমান সরকারের আমলেই সাংবাদিকরা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে। বিগত জোট সরকারের আমলে দেশবাসী দেখেছে সাংবাদিকদের উপর পৈশাচিক নির্যাতন।

আর এ সরকারের আমলে দেশবাসী দেখে সরকার কর্তৃক সম্মানিত করা হয় সাংবাদিকদের। তাদের ন্যায্য অধিকার আদায়ে বাস্তবায়ন করা হয় নতুন নতুন ওয়েজ বোর্ড। এছাড়াও সাংবাদিকদের ডিজিটাল করার লক্ষে অবাধে অনলাইন ব্যবহারের সুযোগ দিয়েছে। তিনি আরো বলেন, পটিয়ার মানুষের সংবাদ পরিবেশনের জন্য আজকে থেকে অগ্রযাত্রা শুরু করেছে পটিয়ার অনলাইন পত্রিকা পটিয়ানিউজ২৪.কম। এ পত্রিকাটিও পটিয়ার মানুষের সুখ দু:খের কথা তুলে ধরে সাধরণ জনগণের উপকারে করবে এ আশা ব্যক্ত করি। তিনি গতকাল শনিবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পটিয়ানিউজ২৪.কম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
পটিয়ানিউজ২৪.কম’র প্রধান সম্পাদক ও ছড়াকার শিশু সাহিত্যিক শিবুকান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী। আবৃত্তিকার গৌতম চক্রবর্তী ও পটিয়ানিউজ২৪.কম’র নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চ্যানেল আই’র চট্টগ্রাম ব্যুরো চীফ চৌধুরী ফরিদ, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন, পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও জঙ্গল খাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, আশিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ হাশেম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওজোয়ান’র প্রধান নির্বাহী ইমাম হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কাজী সোলায়মান চৌধুরী, পটিয়া আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড মোয়াজ্জেম হোসেন, এ্যাডভোকেট বদিউল আলম, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা তাজুর মুল্লুক, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, পটিয়া একাডেমির সভাপতি অধ্যাপক মানু বড়–য়া, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এসকেএম নুর হোসেন, পটিয়া উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস পানু, পৌর বিএনপি নেতা মোরশেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী মনির, সিটিজিটাইমস.কম’র বিশেষ প্রতিনিধি শফিউল আজম, পটিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান চৌধুরী, অর্থ সম্পাদক তাপদ দে আকাশ, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক নিজামুল করিম সুজন, ছাত্রলীগ নেতা রবিউল হোসেন, ছাত্রদল নেতা তারেকুল ইসলাম, আজাদ প্রমূখ।
(এনআই/এএস/জুলাই ১৩, ২০১৪)







পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test