E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাইফুল চেয়ারম্যান, বাবলু মহাসচিব 

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন 

২০১৮ নভেম্বর ০৭ ১৪:৫৫:৪৯
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন 

স্টাফ রিপোর্টার : কর্মরত বিভিন্ন সংবাদপত্র, বেসরকারি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের পেশাদার রিপোর্টারদের নিয়ে দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ ও নৈতিকতা চর্চা, ইতিবাচক পরিবর্তন, বৈষম্য দূর, সাংবাদিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যকে সামনে নিয়ে
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের যাত্রা শুরু দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ ও নৈতিকতা চর্চা, ইতিবাচক পরিবর্তন, বৈষম্য দূর, সাংবাদিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যকে সামনে নিয়ে। দেশ জুড়ে সাংবাদিকদের প্রতি সহিংসতা, নির্যাতনের বিষয়টি মাথায় রেখে যে কোনো বিপদে তাদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করে। এর ৯১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সংগঠনের গুলশানস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ সাইফুল ইসলাম কবিরএর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলার অর্জন, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়.কম, আমাদের সময়.কম, আমাদের জেলা প্রতিনিধি সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ সাইফুল ইসলাম কবিরকে চেয়ারম্যানও দৈনিক আমাদের অর্থনীতি.আমাদের সময়.কম মোস্তাফিজুর রহমান বাবলু মহাসচিব নির্বাচিত করে ৯১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

ভাইস চেয়ারম্যান মুনসুরআহমেদ-জাতীয় দৈনিকনওরোজ(ঢাকা) ,কামাল হোসেন খান-সম্পাদক-কুয়াকা টানিউজ২৪.কম(ঢাকা), মোঃ মিজানুর রহমান-আইএনবি নিউজ (ঢাকা),আল আমিন শাওন- দৈনিক আমাদের অর্থনীতি(ঢাকা).একরামুল হক বেলাল-সম্পাদক-সংবাদ প্রতিক্ষণ, দৈনিক ভোরের ডাক(দিনাজপুর), এম.এ.সাবলু হৃদয়-সম্পাদক.বিডিজাহান.কম (ঢাকা) নির্মল বড়ুয়া মিলন- সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম (চট্টগ্রাম), বি এম রাকিব হাসান-দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফ খুলনা), ও মোল্লা হারুন অর রশিদ (কুড়িগ্রাম- আমাদের সময় ও এশিয়ান টিভি)।

যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান দৈনিক লাখোকণ্ঠ, সহকারী মহাসচিবএম এস সাগর (কুড়িগ্রাম- সংবাদ প্রতিদিন ও চ্যানেল-৯), শহিদুল হক - দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময় (চট্টগ্রাম) আজগর আলী মানিক সিটিজি-ক্রাইম-টিভি, আশরাফ চৌধুরী- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফসিলেট) মালেকুজ্জামান কাকা- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(যশোর) সাংগঠনিক সম্পাদক ডি এম সাইফুল্লাহ খান.চিফ ক্রাইম রিপোর্টার, দৈনিক গণতদন্ত (ঢাকা),কাজী মিজানুর রহমান আমাদের. কণ্ঠ (খুলনা).সহকারী সাংগঠনিক সম্পাদকমো. ইউসুফ আলী ( আমাদের অর্থনীতি(দিনাজপুর), অর্থ সম্পাদক রাজুআহমেদ- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময় (খুলনা), সহকারী অর্থ সম্পাদক আব্দুম মুনিব - দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(কুষ্টিয়া) দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম--দৈনিক লাখোকণ্ঠ, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম - দৈনিক আমাদের অর্থনীতি (সিরাজগঞ্জ)আইসিটি সম্পাদক এস.এম.আবু ওবাইদা- আল-মাহাদী _-সময়ের কণ্ঠস্বর (ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক শাহীন(বাংলাদেশ টেলিভিশন),সহকারীপ্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ- আমাদের সময় ( মুন্সীগঞ্জ) প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন -চ্যানেল-৯ ,বাংলার অর্জন (নড়াইল) সহকারী প্রশিক্ষণ সম্পাদক রাহাত হোসেন- দৈনিক আমাদের অর্থনীতি (মাদারীপুর)সহকারী প্রবাল চৌধুরী - আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও), পরিকল্পনা সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল- আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও) ( বগুড়া), মহিলা সম্পাদিকা রক্সি খান- আমাদের অর্থনীতি (মাগুরা) আফরীন জাহান লীনা(পটুয়াখালী), নাজমুন নাহার নাজমা (বেনাপোল) জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম - আমাদের অর্থনীতি( গাইবান্ধা), পাঠাগার সম্পাদক রাহাত হোসেন - আমাদের অর্থনীতি (মাদারীপুর), সহকারী পাঠাগার সম্পাদক প্রবীর মোহন্ত - আমাদের অর্থনীতি.আইসিটি সম্পাদক এস.এম.আবু ওবাইদা- আল-মাহাদী(ঢাকা) সাইফুল ইসলাম (কুমিল­া ) . মানবাধিকার সম্পাদক মিজান লিটন- আমাদের অর্থনীতি( চাঁদপুর), ,ক্রীড়া ও সংস্কৃতি সচিব অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম- আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি), সহকারী ক্রীড়া ও সংস্কৃতিসম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম - আমাদের অর্থনীতি(সিরাজগঞ্জ)তথ্য ও গবেষণাসম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ( পঞ্চগড়- আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য সৈয়দ মিরাজুল ইসলাম ইএনবি (গোপালগঞ্জ )শেখ শামীম আহমেদ -সম্পাদক দৈনিক সংবাদ সকাল-মোহনাটিভি (ব্যুরো চীফ বরিশাল)শেখ ফরিদ আহমেদ ময়না-- দৈনিক আমাদের অর্থনীতি (সাতক্ষীরা)মো. এম নাজিম উদ্দিন-আমাদের অর্থনীতি (রাঙ্গামাটি), শাফায়েত হোসেন-আমাদের অর্থনীতি (বান্দরবান)শামছুজ্জোহা পলাশ-আমাদের অর্থনীতি(চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী-আমাদের অর্থনীতি(মানিকগঞ্জ ), ছানাউল্লাউ নূরী -আমাদের অর্থনীতি (গাজীপুর), বুলবুল আহমেদ-আমাদের অর্থনীতি(ময়মনসিংহ) মোঃ জাহিদুর রহমান তারিক( ঝিনাইদ) উজ্জ্বল রায়.(নড়াইল)ফটিক ব্যানার্জী -দৈনিক ইত্তেফাক (বাগেরহাট) ।কে নির্বাচিত করে ৯১ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন করা হয়।

(পিআর/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test