E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাতে ঢাকায় পৌঁছবে মাহফুজউল্লাহর মরদেহ

২০১৯ এপ্রিল ২৭ ১৫:৪৫:২৭
রাতে ঢাকায় পৌঁছবে মাহফুজউল্লাহর মরদেহ

স্টাফ রিপোর্টার : সাংবাদিক মাহফুজউল্লাহর মরদেহ আজ রাতে থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাংবাদিক মাহফুজউল্লাহর মরদেহ আজ রাত ১২টা ৪০মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছবে। আগামীকাল (রবিবার) বাদ জুহর গ্রিন-রোডের ডরমিটরি মসজিদে তার প্রথম নামাজে জানাজা হবে। দ্বিতীয় নামাজের জানাজা হবে বাদ আছর জাতীয় প্রেস ক্লাবে।

শায়রুল কবির বলেন, মরহুমের ইচ্ছা অনুযায়ী তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সবটুকুই তদারকি করছেন মরহুমের বড় ভাই ডক্টর মাহবুবউল্লাহ। তিনি বিএনপির মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করছেন।

সাংবাদিক মাহফুজউল্লাহ শনিবার (২৭ এপ্রিল) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিট) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে নুসরাত হুমায়রা। মাহফুজউল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগের সময় স্ত্রী দিনারজাদী বেগম, ছোট মেয়ে ডা. নুসরাত হুমায়রা, জামাতা মিনহাজুল হক হাসপাতালে ছিলেন।

মাহফুজউল্লাহর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক মরহুমের ঢাকার বাসায় ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইসচেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।

(ওএস/এসপি/এপ্রিল ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test