Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

পাবনায় বিজয় টিভির ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৯ জুন ০১ ১৮:৫৫:০৬
পাবনায় বিজয় টিভির ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি : আজ পাবনা প্রেসক্লাবে বিজয় টেলিভিশনের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় ।

পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে বিজয় টেলিভশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাফিকুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের প্রে-ভাইস চ্যান্সলর আনোয়ারুল ইসলাম, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড মহিউদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহকারী প্রক্টর রতন কুমার পাল, বিজয় টেলিভিশনের পাবনা প্রতিনিধি প্রবীর সাহা, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, চ্যানেল আই স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার, সাবেক পাবনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আহমেদ উল হক রানা, অবজাভার প্রতিনিধি নরেশ মধু, ডেইলী স্টার প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, এস.টিভি পাবনা প্রতিনিধি কলিট তালুকদার, নিউ এজ প্রতিনিধি মাফুজ আলম, ইউ.এন.বি প্রতিনিধ আলাউদ্দিন, যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধ ছিফাত রহমান সনম, চ্যানেল নাইনের পাবনা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, জিটিভি পাবনা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী, দিপ্ত টিভি পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান রুমি প্রমুখ ।

শুভেচ্ছা বিনিময় শেষে অতিথি বৃন্দ বিজয় টেলিভিশনের ৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং বিজয় টিভির জন্য শুভ কামনা জানান।

(পিএস/এসপি/জুন ০১, ২০১৯)পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test