E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক পুরস্কার পেলেন টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল

২০১৯ জুলাই ০৪ ১৭:২২:৩৬
আন্তর্জাতিক পুরস্কার পেলেন টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজী জাতীয় দৈনিক দ্য ডেইলী স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল মর্যাদাপূর্ণ  এএসই  ইন্টারন্যাশনাল ফটোজার্নালিস্ট  অ্যাওয়ার্ড-২০১৯ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

রাশিয়ার রাজধানী মস্কোতে (৩ জুলাই ) বুধবার এক অনুষ্ঠানে মির্জা শাকিলের হাতে এই পুরস্কার তুলে দেন এএসই এর ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির সাভুসকিন।

এর আগে প্রতিযোগিতার আয়োজকদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় উক্ত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে মির্জা শাকিল ১ জলাই মস্কো পৌছান।

প্রথমবারের মত আয়োজিত আন্তর্জাতিক এই ফটো সাংবাদিক প্রতিযোগীতায় বিভিন্ন দেশের অংশগ্রহণকারী আলোকচিত্রীদের বাছাইকৃত ছবিগুলো নিয়ে মস্কোর এএসই’তে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখান থেকে আন্তর্জাতিক জুরিবোর্ড মির্জা শাকিলের তোলা “সেলিব্রেটিং লাইফ” শিরোনামের ছবিটিকে “মোবাইল ফোন” ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করেন।

মির্জা শাকিল ছাড়াও, প্রতিযোগীতায় হাঙ্গেরীর পিটার কিস, রিপাবলিক অব বেলারুসের আলেক্সি জেরাসিমেনকো এবং ভারতের বিক্রম রেড্ডী যথাক্রমে “পিপল ওয়াইল্ড লাইফ” এবং “এনার্জি ফর ফিউচার” ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করেন।

সকল আনুষ্ঠানিকতা শেষে ৫ জুলাই মির্জা শাকিলের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য,বিশিষ্ট সাংবাদিক মির্জা শাকিল ইতিপূর্বে দুইবার শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের অর্থায়নে পরিচালিত ইউনিসেফ প্রদত্ত মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, সাংবাদিকতার মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পে অবদান রাখায় জাতীয় পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড, দ্য ডেইলি স্টার থেকে দুইবার শ্রেষ্ঠ জেলা প্রতিনিধির পুরস্কার, টাঙ্গাইল রিপোটার্স ইউনিটির শ্রেষ্ঠ সাংবাদিক পুরস্কার, টাঙ্গাইল প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

সর্বজন স্বীকৃত সৎ এবং নিষ্ঠাবান এই সাংবাদিক টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ মরহুম আইনজীবি মির্জা আতাহার হোসেন এবং কািলহাতী পাইলট গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আশরাফুন্নেছা খানমের ২য় পুত্র। তিনি কালিহাতী উপজেলার চারান গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

(আরকেপি/এসপি/জুলাই ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test