E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে অভিযান শুরু ১ জানুয়ারি

২০১৯ ডিসেম্বর ১৫ ১৫:২৭:২৫
অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে অভিযান শুরু ১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার : অবৈধ ডিটিএইচের (ডাইরেক্ট টু হোম-ক্যাবলবিহীন স্যাটেলাইট চ্যানেল সংযোগ) বিরুদ্ধে অভিযান ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩৬ গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যেসব অবৈধ ডিটিএইচ আছে সেগুলো সরিয়ে নিতে হবে। কারণ অবৈধ ডিটিএইচের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর ৭০০ থেকে এক হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এজন্য অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে আমরা ১৬ ডিসেম্বর থেকে অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলাম।’

‘কিন্তু কাজের সুবিধার্থে, আগামীকাল যেহেতু বিজয় দিবস, অন্যান্য কাজের সুবিধার্থে আমরা সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করছি। ১ জানুয়ারি থেকে আমরা অভিযানে নামব।’

হাছান মাহমুদ বলেন, ‘অর্থাৎ অবৈধ ডিটিএইচ বিচ্ছিন্ন করার জন্য একই সঙ্গে অবৈধ ডিটিএইচ সংযোগ যারা লাগিয়েছেন, আর যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১ জানুয়ারি থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করব।’

অবৈধ ডিটিএইচ চালানোর শাস্তি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা, দ্বিতীয়বার একই অপরাধ করলে তিন বছরের জেল বা এক লাখ থেকে দুই লাখ জরিমানা বলেও জানান তথ্যমন্ত্রী।

বিদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষতের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতি বছরের মতো এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাংবাদিক ও কলামিস্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই অংশ হিসেবে ২০টি দেশ থেকে ৩৬ সাংবাদিক এসেছেন। তারা আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন।’

তিনি বলেন, ‘তারা (বিদেশি গণমাধ্যমকর্মী) সুন্দরবন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার, ধানমন্ডি ৩২ নম্বর ও বিভিন্ন দর্শনীয় স্থান সফর করবেন। প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের প্যারেড পরিদর্শনেও যাবেন তারা।’

হাছান মাহমুদ বলেন, ‘তারা অনেক প্রশ্ন করেছেন, আমরা এর উত্তর দিয়েছি। তাদের অনুরোধ জানিয়েছি বাংলাদেশের বর্তমান ইমেজ বহির্বিশ্বে তুলে ধরার জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অসামান্য অগ্রগতি অর্জন করেছে, উন্নয়নের মহাসড়কে যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সেই অভিযাত্রায় বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সব সূচকে যে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। এ বিষয়গুলো তাদের উপস্থাপন করার অনুরোধ জানিয়েছি।’

এ সময় তথ্য সচিব আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test