E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিতে চায়’

২০১৪ আগস্ট ২১ ১৫:৫৩:৪৮
‘সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিতে চায়’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্প্রচার নীতিমালা নিয়ে সমালোচকদের বক্তব্য গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বলেছেন, সরকার সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে।

বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটউটে (পিআইবি) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পিআইবি-এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক এ আলোসভা সভার আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র, সাংবাদিক ও সংবাদপত্রের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ নিয়ে একটি সম্প্রচার নীতিমালা করা হয়েছে। সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিতে চায়। এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা আপনাদের স্বাধীনতা ভোগ করবেন।
সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, এ নীতিমালার বিষয়ে একটি কমিশন গঠন করা হবে। কমিশন একটি আইন প্রণয়ন করবে। নীতিমালার অনেক কিছুই আইনে যাবে না।
তাই সমালোচনা নিয়ে বসে না থেকে আইন তৈরিতে সরকারকে সহযোগিতা করতে সমালোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পিআইবি-এর চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
(ওএস/এএস/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test