E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে শিশুসাংবাদিকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

২০১৪ আগস্ট ২৭ ১৪:৫৬:১৭
নোয়াখালীতে শিশুসাংবাদিকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: শিশুদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘হ্যালো’র নোয়াখালীতে নবনির্বাচিত সাংবাদিকের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবে দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।

বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম’র জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজের নিউজ করসপনডেন্ট সালাউদ্দিন ওয়াহেদ প্রীতম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোসলেহ উদ্দিন, বন্ধনের পরিচালক আমিনুজ্জামান, প্রতিদিন আমার সংবাদের সম্পাদক জামাল হোসেন বিষাদ, শিশুসাংবাদিক সানজিদা তাসনিম বিথী। প্রশিক্ষণে ২১ জন শিশুসাংবাদিক অংশগ্রহণ করছেন।

এর আগে শিশুসাংবাদিক বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২২ আগস্ট নোয়খালী জিলা স্কুলে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা হলে পরিদর্শক হিসেবে নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু জানান, আগামি ২৯ আগষ্ট শুক্রবার বিকেল চারটায় নোয়াখালী পৌরহলে শিশুসাংবাদিক উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ২৫০ জন শিশুসাংবাদিককে দেয়া হবে শিশু সাংবাদিক স্মারক।

ছবি ক্যাপশন: নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত শিশুসাংবাদিকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

(জেএইচবিিএটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test