E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীঘ্রই আসছে চূড়ান্ত অনলাইন নীতিমালা

২০১৪ সেপ্টেম্বর ০৯ ১৬:৫৭:৩৭
শীঘ্রই আসছে চূড়ান্ত অনলাইন নীতিমালা

স্টাফ রিপোর্টার : ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা অনলাইন গণমাধ্যমকে নিয়ন্ত্রণে সরকার আরোপ করতে যাচ্ছে সম্প্রচার নীতিমালা। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রনমূলক যেসব বিধি-নিষেধ জাতীয় সম্প্রচার নীতিমালায় রয়েছে তার সবই অনলাইনের জন্য প্রণীত নীতিমালায়ও থাকছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে সম্প্রচার নীতিমালা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তথ্য মন্ত্রনালয় 'জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৪'র খসড়া নিয়ে বেশ কিছু দিন ধরে বার বার রুদ্ধদ্বার বৈঠক করে চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

খড়গ নেমে আসতে যাচ্ছে দেশের চলচ্চিত্র শিল্পের ওপর। চলচ্চিত্র শিল্পকে জাতীয় চলচ্চিত্র নীতিমালা ২০১৪-র আওতায় আনা হবে এবং এই নীতিমালায় কোনো বিতর্কিত ধারা থাকবে না বলে সরকারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বেশিরভাগ সাংবাদিক সরকারের নতুন সম্প্রচার নীতির বিরোধীতা করেছে। তাদের মতে, নতুন এই নীতিমালায় সংবাদ, আলোচনা এবং বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আসবে। এর মধ্যদিয়ে গণমাধ্যমের ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। যা সঠিক এবং সত্য তথ্য প্রকাশে গণমাধ্যমকে প্রভাবিত করবে।

মন্ত্রিসভায় উত্থাপনের আগে অনলাইন নীতিমালার খসড়া চূড়ান্ত করার কাজে নিয়োজিত প্রধান তথ্যকর্মকর্তাকে (পিআইও) নিয়ে গঠিত এক উপ-কমিটি। যদি খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায় তাহলে অনলাইন মিডিয়া সরকারের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে।

পিআইও তসির আহমেদ বলেন, স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কাজের ক্ষেত্রে কমিশন হবে স্বাধীন। সম্প্রচার নীতিমালা পূর্ণাঙ্গ বাস্তবায়নে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের অপেক্ষায় রয়েছি। পূর্ণাঙ্গ বাস্তবায়নে আইন করার কথা বলা হয়েছে নীতিমালায়।

সম্প্রচার নীতির মতো অনলাইন নীতিমালার খসড়ায় বলা হয়েছে, সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কটাক্ষ করা যাবে না, সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ করা বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না। অপরাধীদের দ- দিতে পারেন এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতো দৃশ্য বা বক্তব্যও প্রচার করা যাবে না। জনস্বার্থ বিঘিœত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য, হিংসাত্মক ও বিদ্বেষমূলক ঘটনা প্রচার করা যাবে না।

নীতিমালায় বলা হয়, সামাজিক দায়বদ্ধতা, ভাষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ সমুন্বত রেখে সংবাদ ও অনুষ্ঠান প্রচার করবে। সম্প্রচারে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ও সামাজিক মূল্যবোধ নীতিমালায় সমুন্নত রাখতে বলা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন সামরিক, বেসামরিক বা সরকারি তথ্য প্রচার করা যাবে না।

শিশুদের মানসিকতার ওপর চাপ প্রয়োগ করে কিংবা নারী ও শিশু নির্যাতনে উস্কানি দেয় এমন সব সংবাদ পরিবেশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রস্তাবিত অনলাইন নীতিমালার খসড়ায়।

মৃতদেহের এমন কোন ছবি বা ভিডিও কোন অনলাইন মিডিয়ায় প্রকাশ করা যাবে না যা মানব অনুভূতিতে আঘাত হানে। দেশী বা বিদেশী কোন সিনেমার এমন কোন সন্ত্রাসী ছবি ও ভিডিও কোন অনলাইন দেখাতে পারবে না যা দেশের নিজস্ব সংস্কৃতিকে হেয় করে।

প্রত্যেক অনলাইন মিডিয়াকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স বা অনুমোদন নিতে হবে। লাইসেন্স সংক্রান্ত সরকারী শর্ত পুরোপুরি পূরণে হলেই কেবল সংশ্লিষ্ট অনলাইন মিডিয়াকে অনুমোদন দেয়া হবে বলেও খসড়ায় বলা হয়েছে।

খসড়া অনলাইন নীতিমালায় আরও বলা হয়েছে, এই নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো-তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং শিক্ষার বিস্তার, দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ ও সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার করা।

নির্মল বিনোদন, স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাকে জাগিয়ে তোলা, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা এবং সমাজে নারীর অবদানকে ফুটিয়ে তুলতেই এই নীতিমালা করা হচ্ছে বলেও খসড়ায় দাবি করা হয়েছে।

সম্প্রচার নীতিমালায় বিজ্ঞাপন সংক্রান্ত যেসব বিধি-নিষেধ রয়েছে অনলাইন নীতিমালার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে বলে খসড়ায় বলা হয়েছে।
বিদেশী বা বন্ধুপ্রতীম কোন দেশের সাথে সু-সম্পর্কের অবনতি হয় এমন কোন তথ্য বা বিজ্ঞাপন সম্প্রচার বা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া কোন অনলাইন মিডিয়া এমন কোন বিজ্ঞাপন প্রকাশ বা প্রচার করতে পারবে না যেখানে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। পাশাপাশি কোন মসজিদ, মন্দির বা গির্জার ছবি বা ভিডিও বাণিজ্যিকভাবে তৈরি কোন বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না।

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার প্রণীত তথ্য প্রকাশ বা প্রচারে অনলাইন মিডিয়া বাধ্য থাকবে বলেও খসড়া নীতিমালায় বলা হয়েছে। সম্প্রচার নীতিমালার মতোই অনলাইন নীতিমালা মনিটরিং জন্য একটি স্বাধীন কমিশন গঠনের কথাও বলা হয়েছে অনলাইন নীতিমালায়।

যদি কোন অনলাইন মিডিয়া নীতিমালার পরিপন্থী কোন সংবাদ পরিবেশন করে তবে কমিশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস প্রদান করবে এবং ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারকে সুপারিশ করবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test