E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকদের গুম করার হুমকি, নিরাপত্তাহীন সাংবাদিকরা!

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৭:১১:২৪
সাংবাদিকদের গুম করার হুমকি, নিরাপত্তাহীন সাংবাদিকরা!

স্টাফ রিপোর্টার : সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমের সাংবাদিকদের গুম করার হুমকি দিয়েছে মালিকপক্ষ। ৬ মাসের বকেয়া বেতন চাওয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাংবাদিকরা।

সাংবাদিকরা পোর্টালটির অর্থায়নকারী প্রতিষ্ঠান নীল সাগর গ্রুপের বনানীর কার্যালয়ে গিয়ে বেতন চাওয়ায় গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক এ হুমকি দেন।

পরিবর্তনের এক সাংবাদিক অভিযোগ করে বলেন, গত রবিবার পরিবর্তন ডটকমের সাইট বন্ধ হয়ে গেলে আমরা সম্পাদক লুৎফর রহমান হিমেলের সঙ্গে কথা বলি। তখন সম্পাদক আমাদের নীল সাগর গ্রুপের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তার পরামর্শে সোমবার আমরা ১৫-১৬ জন বনানীর নীল সাগর গ্রুপের কার্যালয়ে যাই।

তখন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিবর্তনের ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবীব লেলিনের ভাই আরমান হাবীব রিসিপশনে এসে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

তিনি জানান, বেশ কিছুক্ষণ অপেক্ষার পর চেয়ারম্যানের সঙ্গে দেখা না হওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে দেখা করার জন্য বার্তা সম্পাদক রফিকুল রঞ্জু, সহকারী বার্তা সম্পাদক অঞ্জন আচার্য ও আইটির সোহাইল আহমেদকে সুযোগ দেওয়া হয়।

এ প্রসঙ্গে পরিবর্তন ডটকমের বার্তা সম্পাদক রফিকুল রঞ্জু বলেন, বকেয়া বেতন পরিশোধের জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছিলাম। কিন্তু রিসিপশনে বসামাত্রই গ্রুপটির চেয়ারম্যানের ভাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এমনকি আমাদের অফিসের ভেতরেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। প্রথম দফায় সহকারী বার্তা সম্পাদক অঞ্জন আচার্যকে এমডির রুমে নিয়ে যাওয়া হয়। এর পর আমাকে একা যেতে বললে আইটি বিভাগের সোহাইলসহ আমি তার রুমে প্রবেশ করি।

এ সময় এমডি ২০ আগস্ট কেন আপনারা জিডি করেছেন? জিডি করে আপনারা কিছুই করতে পারবেন না। এ দেশে গুম করলে কিছুই হয় না বলে আমাদের হুমকি দেন।

রফিকুল রঞ্জু বলেন, মালিকপক্ষের এই আচরণে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে আছি।

এ বিষয়ে পরিবর্তন ডটকমের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হকের মোবাইল নম্বরে কল দিলে অন্য একজন ফোন রিসিভ করেন। প্রথমে সেটা জিয়াউল হকের নম্বর নয় বলে জানানো হয়। পরে কেন, কী কারণে জিয়াউল হকের সঙ্গে কথা বলতে চাই জানতে চেয়ে লাইন কেটে দেয়া হয়।

২০ আগস্ট কলাবাগান থানায় বকেয়া বেতন ও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবর্তন ডটকমের সাংবাদিকরা প্রতিষ্ঠানের পাঁচজন পরিচালক নীল সাগর গ্রুপের চেয়ারম্যান ও পরিবর্তনের এমডি আহসান হাবীব লেলিন, চেয়ারম্যান মহব্বত আলী, জিয়াউল হক, সম্পাদক লুৎফর রহমান হিমেল ও নির্বাহী সম্পাদক আনিস রহমানের নামে জিডি করেন।

পরিবর্তনে বর্তমানে ২৬ জন সাংবাদিক-কর্মকর্তা কর্মরত আছেন। গত চার মাসে এ কর্মীর সংখ্যা ছিল ৩৪ জন। বেতন না পেয়ে কয়েকজন ইতোমধ্যে অন্য জায়গায় চাকরি নিয়েছেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test