E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২২ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন আহত সাংবাদিক জুয়েল

২০১৪ সেপ্টেম্বর ১২ ১৭:৩৪:৪০
২২ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন আহত সাংবাদিক জুয়েল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ২২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে চেনা পরিবেশে সবার মাঝে ফিরলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের চাটমোহর সংবাদদাতা ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল (৪৬)। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ্য। কথা বলতে ও ধীরে হাঁটাচলা করতে পারছেন। তার বাম হাত বেশি আঘাতপ্রাপ্ত।

ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনযোগে আহত জুয়েলকে নিয়ে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হন তার স্ত্রীসহ স্বজনরা। তাকে আনতে চাটমোহর স্টেশনে ছুটে যান চাটমোহরের সংবাদকর্মী, শিক্ষক, এনজিও ব্যক্তিত্বসহ অনেক শুভাকাংখী। সকাল পৌনে ১১টার দিকে স্টেশনে সাংবাদিক জুয়েল ও তার স্বজনরা নামার পর এক হৃদয় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বেশকিছুদিন চোখের আড়ালে থাকার পর সহকর্মী, আত্মীয়-স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সকলের প্রিয় জুয়েল ভাই। সুস্থ্য হয়ে সবার মাঝে ফিরে আসায় স্টেশনে আহত হেলালুর রহমান জুয়েলকে সংবাদকর্মীদের পক্ষ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন এবং প্রেসক্লাব সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা শিক্ষক এলডিও’র নির্বাহী পরিচালক আতাউর রহমান রানা, সাংবাদিক ইশারত আলী, আফতাব হোসেন, এসএম আলম বাবলু, শামীম হাসান মিলন, শফিকুল ইসলাম বাচ্চু, জাহাঙ্গীর আলম মধু, সালাউদ্দিন খাঁন, শাহীন রহমান, বকুল রহমান, পবিত্র তালুকদার, পত্রিকা এজেন্ট উপেন্দ্রনাথ কুন্ড বারু প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ আগষ্ট বগুড়ায় ইত্তেফাকের প্রতিনিধি সম্মেলন শেষে ইত্তেফাকের পাবনা জেলা প্রতিনিধি রুমী খোন্দকারের প্রাইভেটকারযোগে পাবানয় ফিরছিলেন হেলালুর রহমানসহ ৫ সাংবাদিক। পথিমধ্যে শেরপুর উপজেলার ধানকুন্ডি এলাকায় শাহ ফতেহ আলী নামের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের ফরিদপুর উপজেলা প্রতিনিধি এ বি সিদ্দিকী মারা যান। আহত হন রুমী খোন্দকার ও হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা। এদের মধ্যে গুরুতর আহত হন জুয়েল। পরে আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয় ইসলামি ব্যাংক হাসপাতালে। সবমিলিয়ে মোট ২২ দিন চিকিৎসা গ্রহণ শেষে শুক্রবার সকালে চাটমোহরের ছোটশালিখা মহল্লার বাসায় ফিরলেন সাংবাদিক জুয়েল।

(এসএইচএম/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test