E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর প্রেসক্লাব দখলের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি 

২০২১ অক্টোবর ০৫ ২১:৪৪:১৯
গাজীপুর প্রেসক্লাব দখলের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ক্ষমতার অপব্যবহার করে গাসিক মেয়র জাহাঙ্গীর আলম কর্তৃক গাজীপুর প্রেসক্লাব দখলের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নিকট তাঁর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাসুদুল হক।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, ক্লাবের মুদ্রিত প্যাডের এক পাতায় কম্পিউটার কম্পোজ করা স্মারকলিপির সাথে প্রামাণ্য দলিল হিসেবে (হাজার হাজার লোক নিয়ে গত ৮ আগস্ট মেয়র জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে গাজীপুর প্রেসক্লাব দখলের সময়) তোলা এক কপি ছবি সংযুক্ত করা হয়।

স্মারকলিপিতে দাবি করা হয়, গঠনতন্ত্র অনুযায়ী গত ৫ আগস্ট রেজিষ্ট্রেশন প্রাপ্ত (গা-০৭৭০) গাজীপুর প্রেসক্লাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র সমর্থিত প্রার্থী পরাজিত হন। এতে ক্ষুব্ধ হয়ে মেয়র জাহাঙ্গীর আলম দুইদিন পর ৮ আগস্ট সকাল ৯টার দিকে হাজারো লোক নিয়ে তালা ভেঙ্গে ক্লাব ভবনে প্রবেশ করেন। এরপর তাঁর পোষ্য ও অনুগত কতিপয় গণমাধ্যম কর্মীদের নিয়ে তথাকথিত কমিটি ঘোষণা করেন। একটি নির্বাচিত কমিটিকে হটিয়ে চরদখলের মতো প্রেসক্লাব দখলের নেতৃত্ব দেওয়ায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি পেশ করার সময় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সৈয়দ মোকছেদুল আলম (লিটন), মাহতাব উদ্দিন আহাম্মদ, মীর মোহাম্মদ ফারুক, এম এ ফরিদ, সাদেক আলী, আশজাদ রসুল সিরাজী, হোসেন খান, রফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।

(এস/এসপি/অক্টোবর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test