E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটার রাখাইন পাড়ায় নাগরিক প্রতিনিধি দল

২০১৪ সেপ্টেম্বর ১৩ ১৮:১৯:২০
কুয়াকাটার রাখাইন পাড়ায় নাগরিক প্রতিনিধি দল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পর্যটনকেন্দ্র কুয়াকাটাসহ গোটা উপকূলীয় এলাকায় রাখাইন সম্প্রদায়ের জমি, মন্দির ও শ্মশান দখল হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে তাদের নিজস্ব ভাষা, শিক্ষা ও সংস্কৃতি। এর কারণ অনুসন্ধানে কুয়াকাটায় এসেছেন একটি নাগরিক প্রতিনিধি দল।

শনিবার দিনভর তারা পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা,আলীপুর ও মহীপুরের কয়েকটি রাখাইন পাড়া পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও প্রবীন সাংবাদিক সেলিম সামাদ এ দশ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

তারা আলীপুরের রাখাইনদের দখল হয়ে যাওয়া কবরস্থান, কুয়াকাটার পঞ্চায়েত পাড়ায় দেবালয় সম্পত্তি, ধর্মীয় উপাসনালয়, কালাচান পাড়ার প্রায় দুইশ বছরের পুরনো পদ্ম পুকুর দখল হওয়া দেখে বিস্ময় প্রকাশ করেন। এখানে শ্মশানের জমি দখল করার কারনে রাখাইন সম্প্রদায়ের মৃত সদস্যের সৎকার করতে হয় এক কিলোমিটার পূর্ব দিকে নদীর চরে। প্রতিনিধি দলের কাছে রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার লোকজন তাদের উপর নির্যাতন এবং তাদের বসতবাড়ি ও জমি দখলের বর্ননা দেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, ফিল্ম মেকার ও সাংবাদিক রাশেদ রাইন, বেসকারি সংস্থা আইইডি প্রকল্পের সমন্বয়কারী সুবোধ এম বাস্কে, অবজারভার পত্রিকার ফিচার প্রতিবেদক আসমাউল হুসনা সিমি, কারিতাস বরিশাল অঞ্চলের ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (আইসিডিপি-আর) সমন্বয়কারী মেইন থিন প্রমিলা প্রমুখ।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test