E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক শ্যামল মজুমদার

২০২১ অক্টোবর ৩১ ১৮:৩৩:২৮
না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক শ্যামল মজুমদার

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক শ্যামল কুমার মজুমদার (৭২) মারা গেছেন। তার মৃত্যুতে রাজবাড়ীর গণমাধ্যমকর্মীদের মাঝে নেমে এসেছে শোকে ছায়া।

রবিবার (৩১ অক্টোবর) সকাল ৮ টা ১০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় নিজ বাসভবন পৌরসভার ভাজনলাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ১৯৭২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ৪১ বছর ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকাতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে অসুস্থ হলে ইত্তেফাক কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দিলে তিনি সাংবাদিকতা পেশা থেকে সরে যান।

পরিবার সূত্রে জানা যায়, স্ট্রোক করে ২০১৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। ২০১৩ সালে অসুস্থ হওয়ার কিছুদিন পর দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়। অসুস্থ অবস্থায় তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

২০২০ সালে করোনার শুরুতে তিনি দ্বিতীয় দফা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। এর আগে তার প্রোস্টেট গ্লান্ডে ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুর পূর্বে তিনি কথা বলতে পারতেন না। কাউকে চিনতেও পারতেন না। শয্যাশায়ী থাকার কারণে তার শরীরে ক্ষতের সৃষ্টি হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা রেখে গেছেন। আজ বিকেল ৩টায় রাজবাড়ী পৌর মহাশশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

শ্যামল কুমার মজুমদারের সহপাঠী দৈনিক মাতৃকণ্ঠের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম বলেন, শ্যামল কুমার মজুমদার সাংবাদিকদের আইকন হতে পারে। তিনি তার পেশার দায়িত্ব পালনে কখনো অবহেলা করেনি। বরং নানা প্রতিকূলতার মাঝেও তিনি নিজের পেশার প্রতি সব সময় শ্রদ্ধাশীল ছিলেন। কোন অন্যায়ের কাছে তাকে মাথা নত করতে কখনো দেখিনি।

শ্যামল কুমার মজুমদারের মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মো: জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব পাংশা এর কর্মরত গণমাধ্যমকর্মীরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

(একে/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test