E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দণ্ড মওকুফ করলে সাংবাদিক নির্যাতন বাড়বে 

২০২১ নভেম্বর ২৮ ১৬:৩০:২৫
দণ্ড মওকুফ করলে সাংবাদিক নির্যাতন বাড়বে 

স্টাফ রিপোর্টার : অনলাইন প্রেস ইউনিটি সাংবাদিক নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত ডিসি সুলতানা পারভীনের  দণ্ড  মওকুফের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে মাননীয় রাষ্ট্রপতিকে। 

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, এম লোকমান হোসাঈন, ভারপ্রাপ্ত মহাসচিব বিকাশ রায়, যুগ্ম মহাসচিব শৈবাল আদিত্য প্রমুখ বলেন, মহামান্য রাষ্ট্রপতি যদি এমন নির্মম নির্যাতনকারী ডিসির দণ্ড মওকুফ করেন, তাহলে চতুর্থ স্তম্ভ সাংবাদিক ও সংবাদপত্রকে যে কেউ যখন তখন হামলা-মামলার শিকার করবে, সাংবাদিক নির্যাতন বাড়বে। অতএব, অনুগ্রহ পূর্বক আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের অবাধ পথচলা অব্যহত রাখতে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করাই হবে বাংলাদেশে সাংবাদিক ও সংবাদমাধ্যমের পথচলা কন্টকমুক্ত রাখার অন্যতম উপায়।

উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম+ঠিকানা+বয়স-কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ সদস্য নম্বর জানিয়ে দেয়া হবে।

(পিআর/এসপি/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test