E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

২০১৪ মার্চ ১২ ১৪:৩৪:৩৫
সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মামনববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈণিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, দৈণিক দিনকালের আব্দুল বারী, সমকালের এম কামরুজ্জামান, সাংবাদিক সেলিম রেজা মুকুল, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি,  মানবকন্ঠের অসীম চক্রবর্তী, সাংবাদিক রবিউল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, হামলার পর ১০০ দিন কেটে গেছে। আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে ধরছে না।

প্রসঙ্গ; দৈনিক পত্রদূতের সহযোগি সম্পাদক সাতক্ষীরা ইয়ারব হোসেন গত ৩০ নভেম্বর বাড়ি থেকে সাতক্ষীরায় আসার পথে দেবনগর চারা বটতলা নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় জখম হন। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে ঝাউডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি ফেন্সি মুকুলসহ ১৩জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, আসামীদের উপর পুলিশের নজনদারি অব্যহত রয়েছে।

(আরকে/এএইচএল/মার্চ ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test