E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে সাংবাদিকদের সঙ্গে আবু সাঈদ আল-মাহমুদ স্বপন মতবিনিময়

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৯:১৭:২৩
নাটোরে সাংবাদিকদের সঙ্গে আবু সাঈদ আল-মাহমুদ স্বপন মতবিনিময়

নাটোর প্রতিনিধি : আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল-মাহমুদ স্বপন  বলেছেন, ৭১-এ যারা বাঙ্গালীর সাথে বিশ্বাস ঘাতকতা করেছে এমন কোন সামাজিক বা রাজনেিৈতক শক্তির সাথে আওয়ামীলীগের আঁতাত হওয়ার কোন কারণ নেই। তিনি বলেন,ট্রাইবুনালে সাঈদীর যে ফাঁসীর রায় হয়েছে তা উচ্চ আদালতে আমৃত্যু কারাদন্ড হয়েছে। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এই রায়ের সাথে সরকারের কোন সম্পর্ক নেই।

মঙ্গলবার নাটোরে কর্মরত প্রিন্ট ও্র ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। স্থানীয় একটি দৈনিক পত্রিকা অফিসে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রনেন রায়, সিনিয়র সাংবাদিক সেদরুল হুদা ডেভিড, সিনিয়র সাংবাদিক এসএম মনজুর উল হাসান, প্রথম আলোর সাংবাদিক মুক্তার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি সাজেদুর রহমান খাঁন, নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদাক সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,সিরাজুল ইসলাম,অধ্যাপক শামসুল ইসলাম, মাজেদুর রহমান চাঁদ, আব্দুল মালেক শেখ,চিত্ত রঞ্জন সাহা,দিলীপ কুমার দাস, প্রমুখ।

(এমআর/এটিআর/সেপ্টেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test