E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দৈনিক বর্তমানের প্রকাশনা অব্যাহত থাকবে’

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১১:২৮:৩৪
‘দৈনিক বর্তমানের প্রকাশনা অব্যাহত থাকবে’

স্টাফ রিপোর্টার : দৈনিক বর্তমানের প্রকাশনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পত্রিকাটির উপ-সম্পাদক নজমুল হক সরকার ও বার্তা সম্পাদক খালেদ ফারুকী।

তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ‘দৈনিক বর্তমান’ পত্রিকার সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে রাস্তায় নামিয়ে পত্রিকাটির কার্যালয় নিজেদের দখলে নেয়। এতে পত্রিকাটির প্রকাশনা অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু পত্রিকাটির কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর প্রচেষ্টায় একই ভবনের ১৮তলা থেকে অস্থায়ীভিত্তিতে পত্রিকা প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়। সন্ধ্যায় পত্রিকার সম্পাদক মিজানুর রহমানের স্ত্রী রাজিয়া রহমান অস্থায়ী কার্যালয় পরিদর্শনে আসেন এবং পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় সানমুন টাওয়ারের দ্বিতীয় তলায় ‘দৈনিক বর্তমান’ পত্রিকার অফিস ছিল। ডিএসসিসি এই ভবনের প্রথম পাঁচটি তলার মালিক বলে দাবি করে আসছিল। তবে পত্রিকাটিতে কর্মরত সাংবাদিকদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই পুলিশের সহায়তায় পত্রিকা অফিস দখল করতে আসে ডিএসসিসি। মালামাল ও কাগজপত্র নামিয়ে নেওয়ার জন্য ৫ মিনিট সময় দেওয়া হয়। বর্তমানে সম্পাদকের রুমটি সিলগলা করে রাখা হয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test