E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলা ৭১ এর প্রতিনিধিসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলায় নিন্দার ঝড়

২০২২ মার্চ ২৮ ১৫:০১:৫৪
বাংলা ৭১ এর প্রতিনিধিসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলায় নিন্দার ঝড়

বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : গত বছর মিথ্যে অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে নাজেহাল করার পর এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুই সাংবাদিকের বিরুদ্ধে সীতানাথ সূত্রধর নামের এক ব্যক্তি আবারও জঘণ্য মিথ্যা অভিযোগ এনে মামলা দিয়ে হয়রাণী করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দিন এলাকায় ওই দুই সাংবাদিক অবস্থান না করলেও, স্থানীয় একটি চিহ্ণিত প্রভাবশালী মহলের   ইন্ধনে এ মিধ্যে মামলায় দুই সাংবাদিককে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  আগামীকাল ৩০ মার্চ  এই মামলায় বারবার হয়রাণীর শিকার হওয়া ওই দুই সাংবাদিককে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে (মামলা নং- পি-২১৬, ধারা- ১০৭/১১৪/১১৭ গ)।

মামলার আসামী ওই দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি (প্রাক্তন প্রথম আলো ও কালের কণ্ঠ) ও নবীনগর মলয়া খেলাঘর আসরের সভাপতি, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও দৈনিক মানবকণ্ঠের নবীনগর প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ। পাশাপাশি মামলায় মিঠু সূত্রধরের এক চাচাতো ভাই ব্যবসায়ী কালীপদ সূত্রধরকেও তিন নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

জানা গেছে, নবীনগর কালীবাড়ির সভাপতি সীতানাথ সূত্রধর তার দায়ের করা মামলায় অভিযোগ করেন গত ২২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলা সদরের ব্যস্ততম উপজেলা পরিষদ সড়কে অবস্থিত বসুন্ধরা মার্কেটে জনসম্মুখে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথের নেতৃত্বে দা, লাঠি, লোহার রডসহ সশস্ত্র সন্ত্রাসীরা সীতানাথের ওপর হামলা করতে আসেন। এসময় তার আর্তচিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার আগে সাংবাদিক গৌরাঙ্গের নেতৃত্বে আসা সশস্ত্র সন্ত্রাসীরা সীতানাথকে প্রাণে মেরে তার লাশ গুম করে ফেলবে বলেও হুমকী দিয়ে যায়।

এমন মিথ্যে অভিযোগের বিষয়ে স্থানীয় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি সফিকুল ইসলাম শফিক ও সহ সভাপতি জাহাঙ্গীর আলম খান এরকম মিথ্যে মামলায় তীব্র নিন্দা জানিয়ে, সীতানাথকে যারা এসব মিথ্যে মামলা করার জন্য উসাকে দিচ্ছে সেইসব নাটের গুরুদের দায়ী করে বলেন,'এতে করে নবীনগরের সার্বিক পরিবেশ বিনষ্ট হবে। এসব দ্রুত বন্ধ হওয়া উচিৎ। আমরা নোয়াফের পক্ষ থেকে অচিরেই এসব বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।"

এলাকাবাসি জানান, এর আগে গত বছর করোনাকালীন প্রধানমন্ত্রীর ত্রাণের তালিকায় নবীনগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সেক্রেটারী সীতানাথ সূত্রধর ক্ষমতার অপব্যবহার করে গরীব মানুষের নামের বদলে তার নিজের ছেলের বউ, ভাগ্নে, বোন, ভ্রাতুষ্পুত্রসহ অসংখ্য নিজের আত্মীয় স্বজনের নাম ওই তালিকায় তালিকাভূক্ত করেছিলেন। এ নিয়ে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সেসময় কালের কণ্ঠে সীতানাথের এসব অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক রিপোর্ট করলে, সীতানাথ অপুর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরবর্তীতে ক্ষিপ্ত সীতানাথ সূত্রধর সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর উপর মিঠু সূত্রধরের ফার্ণিচার দোকানে লোকজন নিয়ে সশস্ত্র হামলা চালায়। সেসময় সাংবাদিক মিঠু ও তার চাচাতো ভাই কালীপদসহ পথচারীরা সীতানাথের হাত থেকে সাংবাদিক অপুকে রক্ষা করেন।

সূত্র জানায়, সীতানাথ একটি মহলের সহযোগিতায় এরপর সাংবাদিক অপু ও মিঠুর বিরুদ্ধে গত বছরের অক্টোবর মাসে সাইবার ট্রাইবুনালে মিথ্যে অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর থেকে সীতানাথ নানাভাবে দুই সাংবাদিককে হয়রাণী করতে থাকেন। যার সর্বশেষ উদাহরণ এই জঘণ্য মিথ্যে মামলা (নম্বর- পি-২১৬)।

এ বিষয়ে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু বলেন, 'এটি একেবারেই হাস্যকর মামলা। কারণ, ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি আমি ভৈরবে একটি অনুষ্ঠানে ছিলাম। যার প্রমাণপত্রও রয়েছে।'

সাংবাদিক অপু জানান, মূলত সীতানাথের দুর্নীতি ও অপকর্ম নিয়ে বিহত দিনে পত্রিকায় এবাধিক রিপোর্ট করায় সে ক্ষিপ্ত হয়ে স্থানীয় একটি চিহ্ণিত অপশক্তির সহযোগিতায় আমাকে শুধু হয়রাণী করতে একের পর এক এসব মামলা ও হামলা করার দু:সাহস করছে। এসব কিছুই এখানকার সকলেই অবগত থাকলেও ওই প্রভাবশালী মহলটির ভয়ে কেউ মুখ খুলে না। সুতরাং সীতানাথকে যারা পেছন থেকে শেল্টার দিচ্ছেন, সবার আগে তাদের মুখোশ উন্মোচন করার জন্য আমি জেলা উপজেলার সকল সাংবাদিকের কাছে সনির্বন্ধ অনুরোধ করছি।'

এ বিষয়ে মামলার অপর দুই আসামি সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও তার ভাই কালীপদ সূত্রধর বলেন, 'এটি জঘণ্য মিথ্যে মামলা। কারণ ঘটনার দিন আমরাতো নবীনগরেই ছিলাম না। মূলত: সীতানাথের সশস্ত্র হামলা থেকে সাংবাদিক গৌরাঙ্গদাকে রক্ষা করার পর থেকেই তিনি আমাদের উপর ক্ষুব্ধ হয়ে এমন মিথ্যে সাজানো জঘণ্য মামলা করেছেন। আমরা তাই আইনগত ভাবেই তাকে মোকাবেলা করবো।'

এ বিষয়ে মামলার বাদী সীতানাথ সূত্রধরের সাথে দৈনিক বাংলা ৭১ এর পক্ষ থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

(জিডিএ/এএস/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test