E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা এখন কমে গেছে’

২০২২ এপ্রিল ০৩ ১৫:১৫:৪০
‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা এখন কমে গেছে’

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জেলা শহরে  এক  নান্দনিক আয়োজনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি নবীন প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতে যেন এক প্রাণবন্ত মিলন মেলায় রূপ নেয়। গতকাল শনিবার মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের এ ব্যতিক্রমী মিলন মেলা অনুষ্ঠিত হলো। 

জেলা শহরের মসজিদ রোডস্থ এ মালেক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সাংবাদিক সমাবেশে ঢাকার বাঘা বাঘা সাংবাদিক নেতারা উপস্থিত থেকে বেশ খোলামেলাভাবেই তাঁদের বক্তব্যে বর্তমান সাংবাদিকতার নানা নেতিবাচক দিকগুলো তীর্যকভাবে তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ ব্যতিক্রমী সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে'র সাবেক সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র সাবেক সভাপতি, স্পষ্টবাদী বক্তা খ্যাত সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। মূখ্য আলোচক ছিলেন বিএফইউজে'র মহাসচিব নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএফইউজে'র সহ-সভাপতি মধূসুদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবিকা মন্ডল, ইউনিয়ন নেতা দীপক কুমার আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আজিজুল হক, জেলার জাসদ সভাপতি আখতার হোসেন সাঈদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, সিপিবি সভাপতি সাজিদুল ইসলাম, সনাক সদস্য সাংবাদিক মোহাম্মদ আরজু, নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযূষ কান্তি আচার্য্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব বাচিকশিল্পী সঞ্জীব ভট্টাচার্য্য, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার ও সরাইল উপজেলা থেকে আগত সাংবাদিক মাহবুব খান বাবুল।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা এখন কমে গেছে। মানুষ এখন আর গণমাধ্যমকে বিশ্বাস করে না। কারণ এখানকার সংবাদপত্র কারও পক্ষে লিখে, কেউ আজেবাজে লিখে বা মিথ্যা লিখে।বক্তারা বলেন, বেশিরভাগ মানুষ যার ওপর বেশি আস্থা রাখেন তিনি বড় সাংবাদিক। আর সাযবাদিকদেরকে অবশ্যই ভালো ও সৎ হতে হবে। নেতারা স্থানীয় সাংবাদিক নেতাদের উদ্দ্যেশ্যে বলেন, সাংবাদিক সংগঠন শুধু নেতা হওয়ার জন্য নয়, ভালো সাংবাদিক তৈরির জন্যও খুব প্রয়োজন। এখন সময় এসেছে অপসাংবাদিকতা দূর করতে সাংবাদিক নেতৃবৃন্দের পাশাপাশি সারাদেশের প্রকৃত সাংবাদিকদেরকে জোরালো ভূমিকা রাখতে হবে।’

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তিতাস আবৃত্তি সংগঠন দলীয় আবৃত্তি করেন। সাংবাদিক হাবিবুর রহমান পারভেজের পরিবেশনা দিয়ে এ পর্বের সূচনা হয়। এ সময় জয়নাল আবেদীন, সোহেল রানা, সোহাগ রায়, ফারদিয়া আশরাফি নাওমী, রিয়া সাহা, অভিজিত সাহা, স্নেহা, নোহা দলীয় সংগীত পরিবেশন করেন।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলাসদর সহ জেলার নয়টি উপজেলার শতাধিক সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দও অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদ ও সদ্য প্রয়াত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তি শিল্পী হাসান আরিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(জিডি/এসপি/এপ্রিল ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test