E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বিক্ষোভ

২০২২ মে ১৯ ১৬:২৪:৪১
ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বিক্ষোভ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তার শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে প্রেস ক্লাব চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা।

প্রতিবাদ সমাবেশে ভোরের কাগজ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য দেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধান আনোয়ারুল হক, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সফল বার্তা লিয়াকত আলী খান, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, চলতি ধারা সম্পাদক এমবি আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, দৈনিক দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিশাদ, নিউজ ২৪ নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মুনতাসিম বিল্লা সবুজ, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, দৈনিক আমার সংবাদ নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, নতুন দিন নোয়াখালী প্রতিনিধি এ.আর আজাদ সোহেল, একুশে টেলিভিশন প্রতিনিধি আরেফিন শাকিল, দেশ টিভি প্রতিনিধি খায়রুল আনাম রিফাত, ডেইলি অবজারভার প্রতিনিধি মুলতানুর রহমান মান্না, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুয়েল রানা লিটন, আজকালপত্র সম্পাদক সাজ্জাদুর রহমানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে হয়রনীমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তার শাশিÍর দাবি জানান।

(এস/এসপি/মে ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test