E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতৃবৃন্দের শ্রদ্ধা

২০২২ আগস্ট ০৬ ২০:৪২:৫০
বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতৃবৃন্দের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শনিবার দুপুরে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানানো হয়েছে।

পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল আলম, কোষাধ্যক্ষ সাহেদ চৌধূরী সহ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সংবাদিকরা উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধূরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, শাহজাহান মিয়া, আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ড. উৎপলসরকার, দপ্তরসম্পাদক সেবিকারানী, সদস্য নূর-এ-জান্নাতসীমা সহআরো অনেকেউপস্থিত ছিলেন।

এরআগে বাসসের এমডি আবুল কালাম আজাদ বাংলাদেশ ফেডরেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর ঢাকাসাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেলহায়দার চৌধূরী ও সাধারণ সম্পাদক আকতার হেসেনের নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, কুমিল্লা সাংবাদিক ফোরাম, বৃহত্তর ব্রহ্মনবাড়িয়া ও চাঁদপুর সাংবাদিক ফোরাম, ঢাকা সংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দুপুর ১২ টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন শতাধিক সাংবাদিক । দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর শ্রদ্ধা জানান।

(টিকেবি/এএস/আগস্ট ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test