E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

২০২২ ডিসেম্বর ১৪ ১৬:০৯:৫৫
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি : সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় ঈশ্বরদীর দুই সাংবাদিক গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকদের ব্যানারে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলূ, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি নাসিম আহমেদ, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, টিভি রিপোর্টার আশরাফুল ইসলাম সবুজ, সাংবাদিক দেওয়ান সবুজ, উজ্জল প্রধান প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহসীন।

প্রসঙ্গত: মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বক্তারপুরে নিষিদ্ধ যৌন উত্ত্যেজক সিরাপ প্রস্তুতকারী এসএমই ল্যবরেটরী ইউনানী নামক কোম্পানীতে সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী (২৬) এবং বিজয় টিভির ক্যামেরাম্যান ও দৈনিক মুক্তখবরের ঈশ্বরদী প্রতিনিধি শিশির মাহমুদ হামলায় গুরুতর আহত হয়। সন্ধ্যার দিকে বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ আহতদের রক্তাত্ত অবস্থায় উদ্ধার করেন। এঘটনায় রাতে ঈশ্বরদী থানায় এজাহার দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে রেজিষ্ট্রেশন বিহীন নিষিদ্ধ যৌন উত্ত্যেজক ওষুধ তৈরীর এসএমই ল্যবরেটরী ইউনানী কারখানা সিলগালা এবং ৭২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test