E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পুলিশের অস্বীকার

২০২৩ জানুয়ারি ২৩ ২০:৫৫:৫৩
সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পুলিশের অস্বীকার

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় কর্মরত দৈনিক বাংলা ৭১'র স্টাফ রিপোর্টার ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁকে আটকের অভিযোগ উঠেছে। আজ ২৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড় বাজার থেকে বাড়ি ফেরার সময় পিএন হাইস্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

সাংবাদিক রঘুনাথ খাঁকে বহনকারী মোটরসাইকেল চালক আব্দুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘রঘুনাথ খাঁ খবর সংগ্রহের জন্য দেবহাটার খলিষাখালী এলাকায় যান। সেখান থেকে তিনি মোবাইল ফোন দিয়ে কিছু ছবি তোলেন। ফেরার পথে তিনি বড় বাজার থেকে কাঁচাবাজার করেন। বাজার নিয়ে বাড়ি ফেরার পথে শহরের পিএন স্কুলের সামনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন সদর থানার পুলিশ পরিদর্শক তারেক। পরে ওই পুলিশ কর্মকর্তা তাকে নামিয়ে অপর একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান।’

রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ বলেন, ‘খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। তবে কোথাও রঘুনাথ খাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।’

রঘুনাথ খাঁর স্ত্রী আরও বলেন, ‘গত শনিবার দিবাগত গভীর রাতে একদল লোক কাঠিয়াস্থ তদের বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোনো সাড়া না দিলে পরে তারা ভাঙা ইট মেরে চলে যায়।’

আটকের বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জেহাদ ফখরুল আলম খাঁন গণমাধ্যমকে বলেন, সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

দীর্ঘ সময়েও সাংবাদিক রঘুনাথ খাঁর খোঁজ না পাওয়ায় তার পারিবার, স্বজন ও সহযোগী সংবাদকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে রঘুনাথ খাঁয়ের স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test