E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবার পাশে আল-আমিনের শেষ শয্যা

২০১৪ অক্টোবর ২১ ১০:২৯:৫৬
বাবার পাশে আল-আমিনের শেষ শয্যা

গাইবান্ধা প্রতিনিধি : বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক (ইংরেজি) মো. আল-আমিন (৪৬)। গাইবান্ধা শহরের স্টেশন জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সোমবার রাত ৯টা ২০ মিনিটে মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টায় মোহাম্মদপুরের বাবর রোডে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামীর সামনে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এর পর লাশ গাইবান্ধার গ্রামের বাড়ি ডেবিট কোম্পানিপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে মো. আল-আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আল-আমিন ৬ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার স্ত্রী ফারজানা আহমেদ কাকন গৃহিণী। মেয়ে সন্ধী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। ছেলে অলিন্দ রাজধানীর ইংরেজি মাধ্যমের একটি স্কুলে নার্সারিতে পড়ে।

আল-আমিন ১৯৬৮ সালের ২ জুন গাইবান্ধার ডেবিট কোম্পানিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন।

দ্য রিপোর্টের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের আগে তিনি প্রাইম খবর ডটকমের প্ল্যানিং এডিটর ও ডেইলি সানের জয়েন্ট নিউজ এডিটর ছিলেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রায় ১৭ বছর সাংবাদিকতা করেন।

(ওএস/এইচআর/অক্টোবর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test