E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সভাপতি স্বপন, সম্পাদক বাচ্চু

জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন

২০২৩ মার্চ ২২ ১৪:২৫:৫৭
জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন

মাহবুবুর রহমান, ঝালকাঠি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধনভুক্ত সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র ঝালকাঠি জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট ২ (দুই) বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপুরে দৈনিক দূরযাত্রা কার্যালয়ে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো: জিয়াউল হাসান পলাশের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক সংস্থা’র ঝালকাঠি জেলা শাখার নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন দৈনিক দুরযাত্রার সম্পাদক ও প্রকাশক মো: জিয়াউল হাসান পলাশ (সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি), সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি দৈনিক জনতার রাজাপুর প্রতিনিধি প্রবীন সাংবাদিক আ: আউয়াল গাজী, দৈনিক কালবেলার সাবেক বিশেষ প্রতিনিধি মো: মাহবুবুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি এইচএম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি মো: রুবেল খান, কোষাধ্যক্ষ দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মো: বাবুল মিনা, দপ্তর সম্পাদক দৈনিক বাংলা৭১ জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি মো: নুরুজ্জামান, সদস্য-১ দৈনিক জনতার বিশেষ প্রতিনিধি প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, অন্যান্য সদস্যরা হলেন দৈনিক ভোরের কাগজ কাঠালিয়া প্রতিনিধি মো: আসাদুজ্জামান সোহাগ, দৈনিক আমাদের সংগ্রাম জেলা প্রতিনিধি মো: ওমর ফারুক ও দৈনিক একুশে সংবাদ জেলা প্রতিনিধি মো: রিয়াজ মোর্শেদ।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা জিয়াউল হাসান পলাশ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সংখ্যায় নয় গুনগতমানে বিশ্বাসী। স্বচ্ছ ও পরিচ্ছন্ন সাংবাদিকদের নিয়ে আমাদের পথ চলা। তিনি সুস্থ ধারার সাংবাদিকতায় আত্ম নিয়োগ করার জন্যে উপস্থিত সদস্যদের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন, এমদাদুল হক স্বপ, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, আ: আউয়াল গাজী, রিয়াজুল ইসলাম বাচ্চু, মো: রুবেল খান, বাবুল মিনা, মাহবুবুর রহমান, মো: নুরুজ্জামান, আসাদুজ্জামান সোহাগ, মো: রিয়াজ মোর্শেদ প্রমুখ।

(এমআর/এসপি/মার্চ ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test