E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘স্বাধীনতাকে কটাক্ষ করে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত’

২০২৩ এপ্রিল ০৩ ১৩:২৮:২০
‘স্বাধীনতাকে কটাক্ষ করে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত’

স্টাফ রিপোর্টার : দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে মহান স্বাধীনতাকে কটাক্ষ করে পরিবেশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বঙ্গবন্ধু পরিষদ। রবিবার (২ এপ্রিল) বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক আ ব ম ফারুক এক যুক্ত-বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘আলোচ্য সংবাদটির ফটো কার্ডে ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। আমাগো মাছ-মাংস চাইলের স্বাধীনতা লাগবো।’ উদ্ধৃত বাক্যগুলোর ব্যবহার শুধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং প্রায় দুই লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকেই খাটো করেনি, তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের চরম পরাকাষ্ঠাও প্রদর্শন করেছে।

মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতা শব্দের সঙ্গে একজন ব্যক্তির ক্ষোভ মিশিয়ে প্রণীত সংবাদের প্রচার কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না। প্রথম আলো ১৭ মিনিট পর সংবাদটি প্রত্যাহার করে সংশোধনী প্রকাশ করেছে।

কিন্তু সংবাদটি তার আগেই ভাইরাল হয়েছে। অনেকেই এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়েছে এবং তা এখনো অপসারিত হয়নি। সংবাদের ফটো কার্ডের কথিত দিনমজুর জাকিরের বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিহিত রয়েছে সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করার বার্তা।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু পরিষদ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বঙ্গবন্ধুর ১৯৭২ সালের ১৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবে প্রদত্ত সাংবাদিকদের উদ্দেশে দেওয়া ভাষণটি। তিনি সেদিন বলেছিলেন, সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা থাকবে। তবে নীতিমালা মেনে পত্রিকাগুলোকে দায়িত্বশীল হতে হবে।

জাতির পিতার প্রত্যাশা অনুযায়ী আমরাও বাংলাদেশে সব প্রকার অপ-সাংবাদিকতামুক্ত, বস্তুনিষ্ঠ ও তথ্যনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি এবং এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িত সবার শাস্তি দাবি করছি।

(ওএস/এএস/এপ্রিল ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test