E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেলা পরিষদের সদস্য হামলা করলেন সাংবাদিকের ওপর

২০২৩ এপ্রিল ০৯ ১৮:২৭:২৩
জেলা পরিষদের সদস্য হামলা করলেন সাংবাদিকের ওপর

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশিগঞ্জে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক রাশেদুল ইসলাম রনি। তিনি দৈনিক ভোরের কাগজের বকশিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।

রবিবার (৯ এপ্রিল) দুপুর একটার দিকে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

সাংবাদিক রাশেদুল ইসলাম রনি জানান- “সম্প্রতি উপজেলার বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট একটি বিষয় নিয়ে স্থানীয় একজন সাংবাদিকের গায়ে হাত তুলেন। পরে সেই বিষয়টি নিয়ে আমি ভোরের কাগজে সংবাদ করি। এরপর থেকেই চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের সাথে আমার মনোমালিন্য চলছিল। জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার চেয়ারম্যান সিদ্দিকের সমর্থক এবং ঘনিষ্ঠজন।

সাংবাদিক রনি আরও বলেন- রবিবার দুপুরে আমি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের সময় জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার আমাকে ডেকে নিয়ে যান। তাঁর ডাকে আমি উপজেলা পরিষদের সামনে গেলে শিলা সরোয়ার, তাঁর গাড়ির ড্রাইভার ও বডিগার্ড আমাকে মারধর শুরু করেন। এরপর তাঁরা আমাকে অপহরণের চেষ্টা করেন এবং আমার মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যান। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।”

সাংবাদিক রনি বলেন-“ঘটনার পরপরই আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। এখনো চিকিৎসাধীন আছি। চিকিৎসাধীন থাকায় এখনই মামলা করতে পারছি না। তবে আমি খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো। আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই। ”

এ বিষয়ে জানতে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- “সাংবাদিক রনিকে মারধর করা হয় নাই। রনি আমার একটি গান বিকৃত করে ফেসবুকে ছেড়েছে। একটা পিকনিকে আমি গান গেয়েছিলাম। সেই গানটি বিকৃত করে ফেসবুকে ছেড়েছে সাংবাদিক রনি।”

এরপরই তিনি কথা বলার জন্য বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের কাছে দেন।

মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান- “আমাদের একটি পিকনিকে গান গেয়েছিলো শিলা সরোয়ার আর সেই গানে কিছুটা নেচেছিলো চেয়ারম্যান সিদ্দিক। সেই গানটি বিকৃত করে রবিবার সকালে ফেসবুকে ছাড়েন সাংবাদিক রনি। এরপর শিলা সরোয়ার সাংবাদিক রনিকে উপজেলায় দেখতে পেয়ে আমার কাছে আনার জন্য টানাহেঁচড়া করে। এসময় তার ড্রাইভার ও বডিগার্ডও টানাহেঁচড়া করে। এতে সাংবাদিক রনির হাত ও পায়ের কিছু জায়গা ছিলে যায়। এর চেয়ে বেশি কিছু হয়নি।”

এ বিষয়ে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন- “আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

(আরআর/এসপি/এপ্রিল ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test