E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আস্থার

২০২৩ মে ০৪ ০১:০৩:৩৫
সাংবাদিকদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আস্থার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তব চিত্র সরলরৈখিক নয়। বাংলাদেশ এখনো পরিচালিত হচ্ছে পুরনো আইনে। দেশে বিভিন্ন গণমাধ্যমের বিকাশ ঘটলেও এদের সহায়তা দিতে সত্য-মিথ্যা প্রমাণে কোনো আইন এখনো প্রণীত হয়নি। দেশের সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক আস্থার। এ আস্থা অর্জনই মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে সংহত করে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বুধবার (৩ মে ২০২৩) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এমন আইনের ধারাগুলো তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশ নিয়ে বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, যেসব আইন অকেজো, সেগুলো বাতিল না করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য। আধুনিক ধ্যান-ধারণা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যমের বিকাশ ঘটলেও এদের সহায়তা দিতে সত্য-মিথ্যা প্রমাণে কোনো আইন এখনো প্রণীত হয়নি।

তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে সরকার বা বিরোধী দলগুলোর সম্পর্ক সবসময়ই ভালোবাসা ও ঘৃণার। মালিকের সঙ্গে সম্পর্ক দেনা-পাওনার। আর সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কটি হচ্ছে আস্থার। এ আস্থা পেশাদারত্ব দিয়েই অর্জন করতে হয়। এ আস্থা অর্জন করা গেলেই মতপ্রকাশের স্বাধীনতার অধিকার অর্জন করা যায়। এ অর্জনটির ধারাবাহিক স্থায়িত্ব যদি দৃঢ়তা পায়, তাহলেই এ অর্জিত অধিকারটি মানবাধিকার সংহত করে।

ডিইউজের সিনিয়র সহ-সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতার হোসেন। আলোচনায় আরও অংশ নেন বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল মামুন, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী, ডিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন আইনবিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, দপ্তরসম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য মহিউদ্দিন পলাশ, আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও আকতার হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়।

(ওএস/এএস/মে ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test