E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সমাবেশে

২০২৩ জুন ১৬ ১৭:০১:৩৮
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন সমাবেশে

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টিভির বকশীগঞ্জের সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হামলায় জড়িতদের শাস্তির দাবিতে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন এবং সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল সড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সাংবাদিকদের এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,দিনাজপুরস্থ একুশে টিভির প্রতিনিধি চিত্ত ঘোষ, সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, ডিবিসি টিভির মোরশেদূর রহমান, লেখক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি রাজিউল ইসলাম শৈশব রাজু, কালেরকণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন, সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার বিপুল সরকার সানি, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, দেশ রুপান্তরের প্রতিনিধি কুরবান আলী, নাগরিক টিভির আবুল কাসেম সহ অন্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার উপর হামলার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। যেখানে তার হামলাকারীদের ফুটেজ রয়েছে। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে ধারাবাহিক নিউজ সংক্রান্ত জেরে তার উপর আগেও হামলা হয়েছে। তিনি তখন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রধানমন্ত্রীর নিকট নিজের ও পরিবারের নিরাপত্তা চান। কিন্তু তারপরেও তাকে জীবন দিতে হলো।নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাগর-রুনিসহ এর আগে অনেক সাংবাদিকদের প্রাণ দিতে হয়েছে। কিন্তু তাদের বিচার আজ পর্যন্ত হয়নি। বিচার তো দূরের কথা প্রায় ১০০ বারের মতো পিছিয়েও সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হয়নি। যদি সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হতো তাহলে নতুন করে সাংবাদিকদের হামলা বা হত্যার শিকার হতে হতো না। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারকার্য দ্রুত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বক্তারা।

এসময় জেলায় কমৃরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) সদস্যরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জুন ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test