E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক নাদিম হত্যা, ৩ দাবিতে মাঠে সাংবাদিক সংগঠন

২০২৩ জুন ১৮ ১৫:৪৫:৩৫
সাংবাদিক নাদিম হত্যা, ৩ দাবিতে মাঠে সাংবাদিক সংগঠন

রাজন্য রুহানি, জামালপুর : সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় তিন দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জামালপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন। হত্যাকাণ্ডের পর থেকেই এ দাবিতে প্রতিবাদে সোচ্চার হয় জেলার সাংবাদিক সংগঠনগুলো।

দাবি তিনটি হলো- হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরা করা, সাংবাদিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া ও অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা।

হত্যাকাণ্ডের পর থেকেই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন। এরমধ্যে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব, বকশীগঞ্জ প্রেসক্লাব, ইসলামপুর প্রেসক্লাব থেকে এ দাবিগুলো জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

দাবি বাস্তবায়ন উপলক্ষে রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোনো নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোনো সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।

অপরদিকে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা।

রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের আহবায়ক রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের যুগ্ম আহবায়ক ইমন আকন্দ প্রমুখ।

(আরআর/এএস/জুন ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test