E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে চাদাঁবাজী মামলা

২০২৩ জুন ২৪ ২০:০৬:৩৫
রাজবাড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে চাদাঁবাজী মামলা

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির সরদারের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক বাংলাদেশ সময় ও ফরিদপুরের দৈনিক কুমার পত্রিকার সাংবাদিক আতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করেছেন অভিযুক্ত ইউপি সদস্য আমিনুল হক ওরফে আমির মেম্বর (৫২)। গত ০৫ জানুয়ারী “ বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকিরের খুুঁটির জোর কোথায় মদদ দাতা কে? এমন শিরোনামে জাতীয় দৈনিক অধিকরণ ও স্থানীয় দৈনিক কুমার সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তারই পরিপ্রেক্ষিতে গত ১০/০১/২৩ইং তারিখে রাজবাড়ী ১নং আমলী আদালতে চাদাঁবাজী মামলাটি করেন বসন্তপুর ইউপি চেয়ারম্যান জাকির সরদারের অনুসারী ইউপি সদস্য আমিনুল হক। এই মামলায় সাংবাদিক আতিয়ার রহমানকে আসামী করা হয়। যার সিআর মামলা নং-৪১/২৩।

আতিয়ার রহমান ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক বাংলাদেশ সময়” এবং ফরিদপুর থেকে প্রকাশিত প্রতিদিনের খবর” পত্রিকায় কর্মরত আছেন। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ফরিদপুরকে নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম। অন্যদিকে মামলার বাদী অভিযুক্ত দুর্নীতিবাজ চক্রের হোতা আমিনুল হক ওরফে আমির মেম্বর। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন শায়েস্তাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এ ছাড়া দুর্নীতিবাজ চক্রের আরেক মূল হোতা ইউপি চেয়ারম্যান জাকির সরদার বলে জানা গেছে।

অনুসন্ধানকালে জানা গেছে,ঘটনারদিন বসন্তপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে টিসিবির মালামাল কার্ড হোল্ডারদেরকে না দিয়ে অত্র পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ ও আমির মেম্বরের সহযোগীতায় চেয়ারম্যান জাকির সরদার উক্ত টিসিবির মালামাল উত্তলন পূর্বক বস্তা ভর্তি করে মজুদ করেন। এ খবর পেয়ে সাংবাদিক আতিয়ার রহমান বিষয়টি রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মাহাবুব রহমানকে অবগত করেন। অতপর : চেয়ারম্যান জাকির ও মেম্বর আমিনুল হকের অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে সাংবাদিককে দেখতে পেয়ে ইউপি সদস্য আমিনুল হক ও চেয়ারম্যান জাকির সরদার তেলে-বেগুনে জ¦লে উঠেন। এবং সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ পরিষদ চত্ত্বর থেকে বেড় করে দেওয়া হয়। ভূক্তভোগী সাংবাদিক এ ব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

চেয়ারম্যান জাকির সরদারের সাথে নির্বাহী কর্মকর্তার সখ্যতা থাকায় ভূক্তভোগী সাংবাদিক অদ্যবধি কোন প্রতিকার পাননাই মর্মে অভিযোগ রয়েছে। উল্টো ভূক্তভোগী সাংবাদিক আতিয়ার রহমানের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে উক্ত দূর্নীতিবাজ চক্রের অনিয়ম-দূর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার সময় ও তারিখে ইউপি চেয়ারম্যান জাকির সরদার ঘটনাস্থলে ছিলেন না মর্মে বাদী তার মামলার আরজিতে উল্লেখ করিয়াছেন। ঘটনারদিন ও সময়ে চেয়ারম্যান নিজেই সাংবাদিক আতিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ হুমকি-ধামকি দিয়ে পরিষদ চত্ত্বর থেকে বাহির করে দেন।

উল্লেখ্য, চেয়ারম্যান জাকির সরদারের অকথ্য ভাষায় গালিগালাজসহ তার অনিয়ম-দুর্নীতি সম্বলিত অডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

এদিকে, সাংবাদিক আতিয়ার রহমানের নামে যে মামলা করা হয়েছে, সেখানে পাঁচ জন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। অথচ কোনো স্বাক্ষীই জানেন না যে, তাদের নাম স্বাক্ষীর তালিকায় আছে।

স্থানীয় ইউনিয়ন আ,লীগ সভাপতি মান্নান মিয়াসহ প্রায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবগ তারা সকলেই প্রায় একই রকম তথ্য দিয়ে দৈনিক কুমার পত্রিকাকে জানিয়েছেন, সাংবাদিককে হয়রানী করার উদ্দেশ্য নিয়েই উক্ত চাদাঁবাজী মামলাটি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফরিদপুর পিবিআই, এসআই নজরুল ইসলাম মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি কোর্টে দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই ফরিদপুরকে। তিনি আরও বলেন, মামলার বাদীর বিষয়ে অবগত। সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

(একে/এএস/জুন ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test