E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিক সমাবেশ

২০২৩ জুলাই ২৩ ১৭:৩৮:৫০
ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিক সমাবেশ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানর আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনয়ন অগ্রযাত্রার সমর্থক দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার। 

৮ম ওয়েজবোর্ড সর্বোচ্চ বিজ্ঞাপনভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামর লুটপাট ও বেশুমার সহায় সম্পদর বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি'র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবার সচল হয়।

উক্ত কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম হুমকি ধমকি দিয় চলছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণের জন্য এর দাবিতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান, গত রবিবার (২৩) শে জুলাই সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সভায় দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্হায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

আজকের বসুন্ধরার চীফ ক্রাইম রিপার্টার শিবলী সাদিক খানের সঞ্চালনায় সাংবাদিক সমাবেশে ঢাকা প্রতিদিন পত্রিকার উপদষ্টা সম্পাদক সাইদুর রহমান রিমন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সমাবেশে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ আজিজ, ব্যুরো চীফ মো. মাইন উদ্দিন। নিউজ মেইল পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি তাজুল ইসলাম বাবু, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দৈনিক বাংলা ৭১ এর বিভাগীয় ব্যুরো চীফ নীহার রঞ্জন কুন্ডু, দৈনিক আজকের বাংলাদেশ সিনিয়র ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম আকন্দ (সেলিম) ষ্টাফ রিপোর্টার রঞ্জন মজুমদার শিবু, জামালপুর মডেল প্রেসক্লাব কার্যকরী সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ডেইলি শেরপুর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মনির, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু, জাতীয় সাংবাদিক সংস্হার শেরপুর জেলা কমিটির জনকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম,ময়মনসিংহ সাংবাদিক মোঃ আলী, জুয়েল বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচএম মুসা আলী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল আমিন, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভাগীয় শহরের বিভিন্ন দৈনিক কর্মরত সাংবাদিক ও বিভিন্ন জেলা, উপজলা প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

(এনআরকে/এসপি/জুলাই ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test