E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৫:২৬:৪৩
ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকদের সংগঠন ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)। সংগঠনটির প্রকাশনা ‘স্টেট অব দ্য ডেভেলপমেন্ট: ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস’এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতে এ মোড়ক উন্মোচন করেন তিনি। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের পক্ষে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি ডিজেএফবি সম্পর্কে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনাকে অবহিত করেন।

বৈঠক শেষে বিফ্রিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেএফবির প্রকাশনা হাতে নিয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডিজেএফবিকে ধন্যবাদ জানান।এসময় সংগঠনের নেতাদের খুঁজেছিলেন তিনি।

বিফ্রিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং পরিকল্পনা কমিশনে সদস্যরা উপস্থিত ছিলেন।

বইটি সম্পাদনা করেছেন মো. মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বইটির আহ্বায়ক কমিটির সদস্য জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক, ঢাকা পোস্টের সাঈদ রিপন ও প্রতিদিনের বাংলাদেশের এম আর মাসফি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test